Advertisment

বঙ্গে বাংলা ভাষা বিতর্ক, কোন সূত্রে সমাধান বাতলালেন মমতা?

থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আসলে কী?

author-image
IE Bangla Web Desk
New Update
cm mamata banerjee on bengali language in west bengal schools , বঙ্গে বাংলা ভাষা বিতর্ক, কোন সূত্রে সমাধান বাতলালেন মমতা?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিন কয়েক আগে ক্যাবিনেটে স্কুলের ভাষানীতি নিয়ে আলোচনা হয়েছে। তারপরই খবর ছড়ায়- রাজ্য়ের সব স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বুধবার ঝাড়গ্রাম থেকে বাংলা ভাষা পড়ানো নিয়ে বিভ্রান্তি দূর করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

কী বললেন মুখ্যমন্ত্রী?

রাজ্যের সমস্ত স্কুলে কি বাংলা ভাষা বাধ্যতামূলক হবে? বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনিমুখ্যমন্ত্রী বলেন, 'কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপালটা বলছে। আমরা সেটা বলিনি। এটা নয় যে কারও উপর কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। ক্যাবিনেটে আমরা তিন ভাষা বা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে আলোচনা করেছি।'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার স্কুলস্তরে থ্রি ল্যাঙ্গুয়েজ বা তিন ভাষা ফর্মুলা নিয়ে ভাবনাচিন্তা করছে। যেখানে প্রথম ভাষা হতে পারে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। বাকি দু'টোর ক্ষেত্রে পড়ুয়ারা নিজের ইচ্ছেমতো ভাষা বাছাই করে নিতে পারবে। অর্থাৎ, কেউ বাংলা মিডিয়ামে পড়লে সেই পড়ুয়ার প্রথম ভাষা বাংলা। বাকি দু'টো ভাষা যা ইচ্ছে নিতে পারে। এগুলো অপশনাল। যদি কেউ অলচিকি মিডিয়ামে পড়ে, তাহলে অলচিকি তাদের প্রথম ভাষা। বাকি দু'টো যা ইচ্ছে নিতে পারে। দার্জিলিংয়ে নেপালি ভাষায় পড়বে। বাকি দুটো যা ইচ্ছে নিতে পারবে।

আরও পড়ুন- রাজ্যপাল সিভি আনন্দ বোস ‘দালাল’, ঝাড়গ্রাম থেকে বেনজির চাঁচাছোলা মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট বলেন, 'থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলায় প্রথম ভাষা নিজের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। দ্বিতীয় ও তৃতীয় ভাষা যা ইচ্ছে হতে পারে। এটা নিয়ে ভুল তথ্য প্রচার ঠিক নয়।'

Mamata Banerjee West Bengal Education department tmc
Advertisment