Advertisment

Mamata Banerjee On NIA Attack: ভূপতিনগরে কেন আক্রান্ত NIA? কারণ বাতলে বিরাট প্রশ্ন খোদ মমতার

CM Mamata Banerjee: শনিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

author-image
IE Bangla Web Desk
New Update
CM Mamata Banerjee reaction on NIA attack at Bhupatinagar Purba Medinipur before Lok Sabha Polls 2024 , পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-র উপর হামলা প্রসঙ্গে মমতা ব্যানার্জীর প্রতিক্রিয়া

West Bengal: রাজ্যে এনআইএ-এর উপর হামলা নিয়ে এবার আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

NIA attack Bhupatinagar Purba Medinipur: সন্দেশখালির পর ফের বাংলায় আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দা দল। শনিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এর কয়েক ঘন্টা পর এই হামলা নিয়ে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। কার্যত বিরাট প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়!

Advertisment

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

এ দিন প্রচারে বালুরঘাট যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বলেন, 'মধ্যরাতে কেন গিয়েছিল? স্থানীয় পুলিশকে জানিয়ে তো যায়নি। মধ্যরাতে গ্রামের মানুষ অচেনা কাউকে দেখলে তো এমনই ঘটে!'

এখানেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, 'ভোটের আগে কেন গ্রেফতার? সব ভোট ম্যানেজারদের গ্রেফতার করে ভোটে জিতবে? কী অধিকার আছে এনআইএর? বিজেপি যে নোংর খেলা খেলতে তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব সারা দেশে।'

এমনকী জাতীয় নিরাপত্তা সংস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এইসব এজেন্সির সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'এনআইএ-র কী অধিকার আছে? তারা বিজেপিকে সমর্থন করার জন্য এই সব করছে।'

পরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রচারসভাতেও ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলা নিয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। বললেন, 'ওখানে মহিলারা হামলা করেননি। হামলা করেছে এনআইএ। লোকের বাড়ি গিয়ে গিয়ে মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না।'

আরও পড়ুন- Attacks on NIA: ভোটের বাংলায় রোমহর্ষক হামলার মুখে NIA, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল গাড়ির কাচ

২০২২ সালের ডিসেম্বরে বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। ওই বিস্ফোরণে তিনজন নিহত হয়েছিলেন। সেই বিস্ফোরণকে এ দিন প্রচারে 'চকলেট বোমা ফাটল' বলে দাবি মুখ্যমন্ত্রী।তাঁর কথায়, 'গদ্দারেরা জানে হারবে তাই কোথায় কবে মেদিনীপুরে চকোলেট বোমা ফেটেছিল। তাই বাড়ি বাড়ি এনআইএ ঢুকিয়ে দিয়েছে।' আদালতের নির্দেশে ভূপতিনগর বোমা বিস্ফোরণের তদন্ত করছে এনআইএ। তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে এজেন্সি দিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এনআইএ-র এই তৎপরতা।

বিস্ফোরণের তদন্তে শুক্রবার রাতে (ইংরেজি মতে রাত ১২টার পর শনিবার) পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বোমা যান এনআইএ-র আধিকারিকরা। সেসময়ই গ্রামবাসীদের একাংশের হামলার মুখে পড়েন তাঁরা। গ্রামের মহিলারা তদন্তকারীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিয়োগ, গ্রামবাসীদের হামলায় এনআইএ আদিকারিকদের গাড়ির কাচ ভেঙে যায়। দু'জন আধিকারিক জখমহন। হামলায় জড়িত সন্দেহে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে এনআইএ। পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে।

Mamata Banerjee NIA East Midnapore Purba Medinipur NIA Investigation attack on NIA at Bhipatinagar
Advertisment