Advertisment

গঙ্গাসাগর মেলা বৈঠক: ভিআইপি'দের কী বার্তা মুখ্যমন্ত্রী মমতার?

শুনেই মুখ খোলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তারপর?

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee lok sabha polls 2024 Cooch Behar Mathabhanga Rally

Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মহাতীর্থ গঙ্গাসাগার। মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুসারে গতবার মকরস্নানে সাগরে ভিড় জমিয়েছিলেন প্রায় ৪০ লাখ পূর্ণার্থী। এবার তা আরও বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। মেলার ব্যবস্থাপনা পর্যালোচনা করতে বুধবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এবার গঙ্গাসাগার মেলা কতদিন চলবে, পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা থাকছে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত খোঁজখবর করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার পরিবেশ সুষ্ঠু রাখতে ও পূর্ণার্থীদের যাতে অসুবিধা না হয় তার জন্য ওই বৈঠক থেকেই ভিআইপি'দের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

মেলার আয়োজনে বন্দোবস্ত?

গঙ্গাসাগর মেলা নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, '৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। ১২ তারিখ থেকে শুরু পূর্ণ্যস্নান। মানুষের যাতায়াতে সুবিধার জন্য ২,২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৬টি বার্জ থাকবে। প্রতিটি বার্জ ভেসেলে থাকবে লাইফ জ্যাকেট। দরকারে কলকাতায় ১০টা ট্যুরিস্ট বাস রাখা হবে।' বিগত বছরগুলির মতো এবারেও প্রত্যেকের জন্য ৫ লাখ টাকার অ্যাক্সিডেন্টার ইনসিওরেন্স থাকবে।

নিরাপত্তা ব্যবস্থা

এবার মেলায় নিরাপত্তায় বিশেষ নজর দিয়েছে প্রশাসন, দাবি মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মত, এবারের মেলায় নজরদারিতে থাকবে ১,১৫০ সিসিটিভি। প্রতিটি জলযানের ওপর নজর রাখতে ব্যবহার করা হবে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র প্রযুক্তি। স্যাটেলাইট ট্র্যাকিং-এর ব্যবস্থা থাকবে।

ই-স্নানের ব্যবস্থা

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেলায় ৩০০ বেড , ক্রিটিকল গ্রিন করিডোর, ১০০টি অ্যাম্বুল্যান্স ও এয়ার অ্যাম্বুল্যান্স থাকবে। বিভিন্ন রাজ্য থেকে আগত মানুষের স্বার্থে বাংলা, হিন্দি, ইংরেজ, ওড়িয়া, মারাঠি, তামিলের মতো বিভিন্ন ভাষায় ঘোষণার ব্যবস্থা করা হয়েছে। ওয়াইফাই জোনের সুবন্দোবস্ত থাকছে। ১২, ১৩ ও ১৪ জানুয়ারি সাগর আরতির হবে। থাকছে ই-স্নানের ব্যবস্থা। সেক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তে পৌঁছে দেওয়া হবে গঙ্গাসাগরের পবিত্র জল।

ভিআইপি'দের বার্তা

এ দিনের বৈঠকে ভিআইপিদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, 'প্রয়োজন ছাড়া ভিআইপিদের কনভয় নিয়ে মেলায় প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। কারণ ভিআইপিরা এত ভিড়ে গেলে সমস্যা হবে। এত লোকের মধ্যে কনভয় নিয়ে যেতে সমস্যা হচ্ছে।” মুখ্যমন্ত্রীর এই কথার পরই একথা বলার পর রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'শুধু আমাদের নয়, বাইরের রাজ্যের ভিআইপিরাও আসছেন।' কথাটা শোনার পর মুখ্যমন্ত্রী বলেন, 'বাইরের রাজ্যের ভিআইপিদেরও জানাতে হবে সাধারণ মানুষের যাতে যাতায়াতে কোনও সমস্যা না হয়, তাই পাইলট কার বা কনভয় নিলে সমস্যা হবে।'

Mamata Banerjee Mamata Government Gangasagar Gangasagar Mela
Advertisment