/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Mamata-Banerjee-1.jpg)
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্পেনের পথে মুখ্যমন্ত্রী। তার আগেই প্রশাসনিক মহলে দারুন হইচই পড়েছে। বহু জেলার জেলাশাসক বদল হল। বিদেশ যাওয়ার আগে সেই রদবদলে সম্মতি দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই সুপারিশে সম্মতিও দিয়েছেন রাজ্যপাল। জেলাশাসকস্তরে একসঙ্গে এত পরিবর্তন করে লোকসভা ভোটের আগে মমতা প্রশাসনকে বিরাট ঝাঁকুনি দিতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও নবান্ন সূত্রে এই রদবদলকে রুটিন বদলিই বলা হচ্ছে।
কোন জেলায় রদলবদল?
- পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক অরুণ প্রসাদকে নদিয়ার জেলাশাসক করা হল। আর এতদিন নদিয়ার জেলাশাসক ছিলেন শশাঙ্ক শেঠি। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক করা হয়েছে শ্রী পোন্নামবালামকে।
- শ্রী পোন্নামবালাম এতদিন দার্জিলিং জেলার জেলাশাসক ছিলেন। জিটিএ-র প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তিনি।
- উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক ছিলেন ডঃ প্রীতি গোয়েল। তাঁকে দার্জিলিংয়ের জেলাশাসক করা হল।
- উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক শামা পারভিনকে জলপাইগুড়ি জেলার জেলাশাসক করা হয়েছে। জলপাইগুড়ি জেলায় এতদিন জেলাশাসক ছিলেন মৌমিতা গোদারা বসু।
- হাওড়া জেলার জেলাশাসক ছিলেন মুক্তা আর্য। তাঁকে হুগলির জেলাশাসক করা হয়েছে। দীপপ প্রিয়াকে জেলাশাসক করা হয়েছে হাওড়া জেলার।
- বাঁকুড়ায় জেলাশাসক করা হয়েছে আইএএস অফিসার সিয়াদ এন-কে। সিয়াদ ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক। রাধিকা আইয়ার ছিলেন বাঁকুড়ার জেলাশাসক।
- উত্তর দিনাজপুরের জেলারজেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে কোচবিহারে আনা হয়েছে।
- উত্তর দিনাজপুরে জেলাশাসক পদে আনা হয়েছে সুরেন্দ্র কুমার মিনাকে। তিনি এতদিন আলিপুরদুয়ারের জেলাশাসক পদে ছিলেন। আর আলিপুরদুয়ারে জেলাশাসক পদে বহাল করা হয়েছে কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলাকে।
- পূর্ব বর্ধমানের নতুন জেলা শাসক হলেন পূর্ণেন্দু মাঝি। এতদিন পূর্ব বর্ধমানের জেলাশাসক ছিলেন প্রিয়াঙ্কা সিংলা।
আরও পড়ুন-মানিকের আরও কীর্তি ফাঁস! পার্থর উদাহরণ তুলে আদালতে ইডি’র বিস্ফোরক দাবি
এতদিন যেসব আইএএস জেলাশাসকের পদ সামলেচ্ছেন, তাঁদের অনেককে বদলির পর আর অন্য জেলার প্রশাসনিক প্রধান পদে বসানো হয়নি। এদের মধ্যে উল্লেখযোগ্য, শশাঙ্ক শেঠি, প্রিয়াঙ্কা সিংলা, পবন কাদিয়ান, রাধিকা আইয়ার এবং মৌমিতা গোদারা বসু। এইসব আইএএস অফিসারকে প্রশাসনের বিভিন্ন দফতরে উচ্চ পদে বদলি করেছেন মুখ্যমন্ত্রী।
কে কোথায় বদলি?
- এতদিন পূর্ব বর্ধমানের জেলাশাসকের পদ সামলানো প্রিয়াঙ্কা সিংলাকে বিপর্যয় মোকাবিলা দফতরে বদলি করা হয়েছে।
- নদিয়ার জেলাশাসককের দায়িত্বে থাকা শশাঙ্ক শেঠিকে পর্যটন দফতরের বিশেষ সচিব করা হয়েছে।
- কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ানকে করা হল অর্থ দফতরের বিশেষ সচিব।
- এতদিন বাঁকুড়া জেলাশাসক রাধিকা আইয়ারকে কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের প্রোজেক্ট ডিরেক্টর করা হয়েছে।
- জলপাইগুড়ির জেলাশাসকের দায়িত্ব সামলানো মৌমিতা গোদারা বসুকে স্বাস্থ্য দফতরের সচিব পদে বহাল করা হয়েছে।