Advertisment

উত্তরকাশীর সুড়ঙ্গে আটক বাংলার ৩, অপেক্ষায় পরিবার, কী পদক্ষেপ মমতার?

মঙ্গলবার এক্স হ্যান্ডেলে কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী?

author-image
IE Bangla Web Desk
New Update
CM Mamata Banerjee sent a team to safe bring back 3 Bengal laborers trapped in the tunnel in Uttarkashi , উত্তরকাশীর সুড়ঙ্গে আটক বাংলার ৩, অপেক্ষায় পরিবার, কী পদক্ষেপ মমতার?

রাজ্য সরকারের বিশেষ উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকের মধ্যে রয়েছেন বাংলার তিন জন। তাঁদের নিরাপদে ঘরে ফেরাতে তৎপর নবান্ন। এ জন্য উত্তরাখণ্ডে দল পাঠাল রাজ্য সরকার। মঙ্গলবার এক্স হ্যান্ডলারে তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

আরও পড়ুন- আর মাত্র ২ মিটার, তারপরই অন্ধকূপ থেকে মুক্তি উত্তরকাশীর সুড়ঙ্গে আটক শ্রমিকদের

মমতা এক্সে লিখেছেন, 'আমাদের মানুষজনকে সাহায্যে উত্তরকাশীতে একটি দল দৌঁড়ে গিয়েছে। নয়া দিল্লির রেসিডেন্ট কমিশনারের অফিসের সংযোগকারী অফিসার রাজদীপ দত্তের নেতৃত্বে দলটি উত্তরকাশীর সিল্কিয়ারার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের পশ্চিমবঙ্গে তাঁদের বাড়িতে নিরাপদে ফিরিয়ে আনতে সহায়তা করবে।'

আরও পড়ুন- আর তর সইছে না, আজই যেন দীপাবলি! প্রিয়জনেদের অপেক্ষায় আটক শ্রমিকদের আত্মীয়রা

এই বিশেষ দলে রয়েছেন আরও তিন জন। এক্স হ্যান্ডলারে তাঁদের নাম ও মোবাইল নম্বর প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। দলটিতে রয়েছেন- শুভব্রত প্রামাণিক (মোবাইল ৮৯৮১২০০৪৭১), সোমনাথ চক্রবর্তী (মোবাইল ৮১৩০২৫৮৭৫০) এবং রাজু কুমার সিনহা (মোবাইল ৯৯৬৮৭৩২৬৯৫)।

আরও পড়ুন- সুড়ঙ্গ থেকে শ্রমিক উদ্ধারে সাফল্যের পিছনে বিশেষ পদ্ধতি, কী এই ‘ব়্যাট হোল মাইনিং’?

এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই দলের সদস্যরা গাড়িতে উত্তরকাশী রওনা হয়েছেন। গাড়িটির নম্বর ও চালকের নামও এক্স হ্যান্ডলারে প্রকাশ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, 'দলটি গাড়িতে চেপে কোচবিহারের মানিক তালুকদার, হরিনাখালির সেবিক পাখেরা এবং হুগলির নিমডাঙ্গির জয়দেব প্রামাণিককে সহায়তায় রওনা হয়ে গিয়েছে। এঁরা উত্তরকাশীর সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গে আটকে রয়েছেন।'

সুড়ঙ্গে আটকে থাকা বাংলার শ্রমিকদের ঘরে ফেরাতে সব ধরনের সাহায্যের অশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বিধানসভায় ঐতিহাসিক ‘শাস্তি’ শুভেন্দুকে! বেনজির ঘটনার সাক্ষী বাংলা

উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে ধস নেমে গত ১২ নভেম্বর থেকে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। সেই থেকে নানা উপায়ে উপায়ে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। মাঝে খননকারী মেশিন ভেঙে উদ্ধারকাজ ব্যাহত হয়। শেষ পর্যন্ত ব়্যাট হোল খুঁড়ে আটকে পড়া শ্রমিকদের বার করার চেষ্টা চলছে। সেই কাজ প্রায় শেষ পথে বলে জানা গিয়েছে। সুড়ঙ্গের বাইরে অপেক্ষায় অ্যাম্বুল্যান্স। সেই অ্যাম্বুলান্সে চাপিয়েই শ্রমিকদের ৩০ কিমি দূরের জেলা হাসপাতালে ভর্তি করানো হবে। তারপর চিকিৎসকের পরামর্শে শ্রমিকরা যে যার বাড়ি ফিরবেন।

আরও পড়ুন- ফের আটকে গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কঠিন পদক্ষেপ! রায়ে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

Uttarkashi Tunnel Collapse Mamata Government Uttarkashi tunnel trapped Mamata Banerjee
Advertisment