Advertisment

দোষীদের বরদাস্ত নয়, যাদবপুরের মৃত ছাত্রের বাবাকে ফোনে আশ্বাস মমতার

মুখ্যমন্ত্রীকে বাবার প্রশ্ন, 'আপনি বলুন না, কেউ খামোখা কেন তিনতলা থেকে ঝাঁপ দিতে যাবে?'

author-image
IE Bangla Web Desk
New Update
big events on 21 september 2023

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অকালেই ঝরে গিয়েছে যাদবপুরের ছাত্র। তাঁর রহস্য মৃত্যু ঘিরে তোলপাড় অবস্থা। বাংলা বিভাগের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিশ্ববিদ্যালয়ের সাতজন অধ্যাপক, তিনজন ছাত্র প্রতিনিধি এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কমিটি। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই মৃত ছাত্রের বাবা সঙ্গে টেলিফোনে কথোপকথন হয়েছে মুখ্যমন্ত্রীর।

Advertisment

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কথোপকথনের শুরুতেই ছেলের মৃত্যু সম্পর্কে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন ছাত্রের বাবা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, 'আমি খুব কষ্টে আছি। আমার খুব ভয় করছে। তোমরা তাড়াতাড়ি এসো।' এ কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে তাঁর প্রশ্ন, 'আপনি বলুন না, কেউ খামোখা কেন তিনতলা থেকে ঝাঁপ দিতে যাবে?'

আরও পড়ুন- পুলিশি প্রশ্ন এড়াচ্ছেন পড়ুয়াদের একাংশ, যাদবপুর-কাণ্ডে আরও জোরালো র‍্যাগিং তত্ত্ব

জানা যায় যে, জবাবে ছেলে-হারা বাবা'কে এরপরই তদন্তের বিষয়ে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, 'পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে সবদিক খতিয়ে দেখছে। যারা যারা জড়িত তাদের কাউকেই বরদাস্ত করা হবে না।'

বৃহস্পতিবার যাদবপুরের হস্টেলে আবাসিক ছাত্রের দেহ উদ্ধার ঘিরে তোলপাড় পড়ে যায়। ছেলের মৃত্যু 'অস্বাভিক' বলে অভিযোগ ছাত্রের বাবার। তিনি নিজেও অভিযোগ করেছেনষ সেই অভিযোগের ভিত্তিতেই যাদবপুর থানার পুলিশ ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, হস্টেলের আবাসিক ১০-১২ জন ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Mamata Banerjee Jadavpur University
Advertisment