Advertisment

আরও একবার বিরাট সম্মান প্রাপ্তির দোরগোড়ায় মমতা, সম্মতি মুখ্যমন্ত্রীরও

মমতার মুকুটে যুক্ত হল আরও এক পালক

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee has ordered DPR to build a bridge over Haldi river, মমতা ব্যানার্জী নন্দীগ্রাম হলদিয়া হলদি নদীর উপর সেতু জিপিআি কুণাল ঘোষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আবারও ডিলিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয় ও ওডিশার কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি-র পর এবার মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট দিচ্ছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। ৬ই ফেব্রুয়ারি হবে এই ডিলিট প্রদান অনুষ্ঠান।

Advertisment

জানা গিয়েছে, ডিলিট প্রদানের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর সম্মতি আদায়ে তাঁর দফতরে চিঠি দিয়েছিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই ডিলিট উপাধি নেওয়ার ক্ষেত্রে সম্মতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৮ সালে শতাব্দী প্রাচীন কলকাতা বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতাকে ডিলিট সম্মান প্রদান করে। তৎকালীন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী নিজে হাতে ডিলিট সম্মান মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন। সাহিত্য ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিলিট স্বীকৃতি দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্মানপ্রাপ্তির পর মুখ্যমন্ত্রী আপ্লুত হয়ে বলেছিলেন যে, 'এমন সম্মান পাব জীবনে ভাবিনি, নিজেকে ধন্য মনে করছি। আমি গর্বিত।'

আরও পড়ুন- বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নিশানায় তৃণমূল, শাসক দলের মান্যতা প্রত্যাহার নিয়ে কড়া হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিলিট সম্মান দেওয়াকে কেন্দ্র করে সেই সময়ে বিতর্ক তৈরি হয়েছিল। এতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ক্ষুণ্ণ হয়েছে বলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা পর্যন্ত হয়। মানলাকারী ছিলেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জুগোপাল মুখোপাধ্যায়। বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'আমার জীবনটাই শুধু অবহেলা আর অসম্মানের। আর একটা সম্মান যখন আপনারা দিতে চাচ্ছেন, সেখানেও অসম্মান করা হয়েছে। আমার মনের মধ্যেও একটা দ্বিধা কাজ করছিল, আমি যাব কি যাব না। যেখানে সম্মান পাই না, সেখানে আমি যাই না। শত বাধাতেও আমাকে রোখা যেত না। আমার জীবন লড়াই সংগ্রামের।'

st xaviers Mamata Banerjee
Advertisment