Advertisment

এগরায় যেতে পারেন মুখ্যমন্ত্রী, বিস্ফোরণে স্বজনহারাদের সঙ্গে দেখা করবেন মমতা

এই এগরায় বিস্ফোরণ কাণ্ডের জেরে গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি তোলপাড়।

author-image
IE Bangla Web Desk
New Update
CM Mamata Banerjee to visit Egra's Khadikul Village days after blast

খাদিকুল বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মমতা।

আগামিকাল, বৃহস্পতিবার এগরায় যেতে পারেন মুখ্যমন্ত্রী। বিস্ফোরণ কাণ্ডের সেই খাদিকুল গ্রামে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী চূড়ান্ত সফরসূচি এখনও হাতে আসেনি আধিকারিকদের। তবে মুখ্যমন্ত্রীর আসার ইঙ্গিত মিলেছে। সেই মতো প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। এই এগরায় বিস্ফোরণ কাণ্ডের জেরে গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি তোলপাড়।

Advertisment

এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। বাজি কারখানার মালিক মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগের পরে মৃত্যু হয় হাসপাতালে। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে ওঠে বাংলায়। শাসকদলের মদতেই এই অবৈধ বাজি কারখানা চালানোর অভিযোগ ওঠে। মঙ্গলবারই এগরায় দলীয় কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, এগরায় এতদিন আসেননি কেন মুখ্যমন্ত্রী। ওঁর কাছে তো হেলিকপ্টার আছে। যখন উনি আসবেন, তখন শ্রাদ্ধ-শানিত সব শেষ হয়ে যাবে।

জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর আসার ইঙ্গিত পেতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ শুরু হয়েছে। খাদিকুল থেকে প্রায় দেড় কিমি দূরে আলিপুর গ্রামের ফাঁকা মাঠে হেলিপ্যাড তৈরি করা হতে পারে। মঙ্গলবার জায়গাটি পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্তারা। প্রশাসনিক সূত্রে খবর, খাদিকুল বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মমতা। কথা বলবেন স্বজনহারাদের সঙ্গে।

আরও পড়ুন ‘২৪য়ের আগেই বিজেপিকে হারানোর বড় সুযোগ’, ‘ভাই’ কেজরির পাশে বসে হদিশ ‘দিদি’ মমতার

এই বিষয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী খাদিকুল গ্রামে আসবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এর আগে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, বিপ্লব চক্রবর্তী, সাংসদ দোলা সেন, এগরার বিধায়ক তরুণ মাইতি খাদিকুল গ্রামে গিয়ে বাধার মুখে পড়েছিলেন। চোর, চোর স্লোগান শুনতে হয়েছিল তাঁদের। এবার মুখ্যমন্ত্রী সেখানে যেতে পারেন বলে শোনা যাচ্ছে।

Mamata Banerjee West Bengal egra blust
Advertisment