Advertisment

একুশে জুলাইয়ের সভা সেরেই মঙ্গলাহাটে মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস

একুশে জুলাইয়ের সভা শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মঙ্গলাহাটে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
cm mamata banerjee visits howrah mangla haat wholesale market

হাওড়ার মঙ্গলাহাটে মুখ্যমন্ত্রী।

একুশে জুলাইয়ের সভা শেষ করেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাওড়ার মঙ্গলাহাটে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গভীর রাতে পুরনো এই কাপড়ের বাজারে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় কয়েক হাজার কাপড়ের দোকান। এদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিকাণ্ডের উপযুক্ত তদন্তেরও আশ্বাস দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Advertisment
publive-image
মঙ্গলাহাটে মুখ্যমন্ত্রী, কথা বলছেন উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে।

বৃহস্পতিবার গভীর রাতে আচমকা হাওড়ার মঙ্গলাহাটে আগুন লেগে যায়। খবর পেয়ে ধাপে ধাপে এলাকায় আসে দমকলের ১৮টি ইঞ্জিন। শেষমেশ একটানা ১১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় মঙ্গলাহাটের হাজার খানেক কাপড়ের দোকান। এদিন ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা শেষে মঙ্গলাহাটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন- এখন বন্ধু কংগ্রেস, কুস্তি ভুলে দোস্তিতে নজর, ২১শে কৌশলী মমতা

publive-image
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর।

এরপর মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের পাঁচ লক্ষ টাকা করে ঋণের ব্যবস্থা করার কথা ঘোষণা করেন। এক্ষেত্রে রাজ্য সরকারই ঋণের গ্যারান্টার থাকবে বলে জানান তিনি। এই অগ্নিকাণ্ডের পিছনে কোনও চক্রান্ত আছে কিনা তা সিআইডি তদন্ত করে দেখবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও তদন্তের জন্য একটি সমন্বয় কমিটি গড়ে দিয়েছেন। এই কমিটিতে রয়েছেন মন্ত্রী অরূপ রায়, দমকল, পুলিশ ও বিপর্যয় মোকবিলা দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন- ‘ফের’ তিনি তৃণমূলেই! ছেলেকে নিয়ে একুশের সভার শেষবেলায় হঠাৎ হাজির মুকুল রায়

Mamata Banerjee Howrah West Bengal
Advertisment