এক সপ্তাহ পেরিয়েছে। বাড়িতেই চলছিল চিকিৎসা। কিন্তু, ব্যথা কমলেও মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের চোট একেবারে সারেনি। অস্ত্রোপচারের প্রয়োজন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজ, বৃহস্পতিবার ফের যাবেন এসএসকেএম হাসপাতালে। হবে ছোট অস্ত্রোপচার। ফলে এদিন হাসপাতালের ভর্তি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে। সেই জল বার করতেই বৃহস্পতিবার মমতার বাঁ পায়ে অস্ত্রোপচার হবে। এরপর তাঁকে প্রায় ২৪ ঘন্টা পা সোজা করে রাখতে হবে। সেজন্য মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থাকতে হবে।
জানা গিয়েছে, এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজ্যের প্রখ্যাত সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তার বহর বাডা়নো হচ্ছে। সাড়ে ১২ নম্বর কেবিনের চারপাশ সিসিটিভি ক্যামেরায় মুড়িয়ে ফেলা হয়েছে।
গত ২৭ জুন পঞ্চায়েত ভোট সেরে ক্রান্তি থেকে বাগডোগরা আসার পথে মাঝ আকাশে প্রকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। ফলে নিকটস্থ সেনা বেসে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করানো হয়। সেই সময়ই মুখ্যমন্ত্রীর কোমরে ও হাঁটুতে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বিমানেই কলকাতা ফিরে সোজা তাঁর গন্তব্য ছিল এসএসকেএম। সেখানেই তাঁর এমআরআই হয়। ধরা পড়ে মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুর লিগামেন্ট ও হিপজয়েন্টের লিগামেন্টে চোট রয়েছে। বাঁ হাঁটুতে জল জমার চিহ্ন মিলেছিল।
অস্ত্রোপচারের জন্য চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীকে সেদিনই হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও তাতে রাজি হননি মুখ্যমন্ত্রী। বরং তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। হাঁটাচলা নিয়ন্ত্রণে রেখে বাড়িতেই তাঁকে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকেরা। এরপর থেকে বাড়িতেই নিয়মিত মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি চলে। তাতে ব্যথা কমলেও চোট সারেনি। ফলে অস্ত্রোপচার করতে হবে মুখ্যমন্ত্রীর বাঁ পায়ে।