Advertisment

এ মাসের শেষেই দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দার্জিলিং সফরকালে বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি নিয়ে পাহাড়ের একাধিক দলের নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা তৃণমূল সুপ্রিমোর।

author-image
IE Bangla Web Desk
New Update
Chief Minister Mamata Banerjee is going to check the preparations for Gangasagar Mela

গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

এ মাসের শেষেই দার্জিলিঙে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি আসন্ন সফরে পাহাড়ের বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ ডিসেম্বর দার্জিলিং যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

ফের পাহাড়ে মুখ্যমন্ত্রী। চলতি মাসের শেষেই দার্জিলিঙ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, পাহাড় রাজনীতির সমীকরণে বেশ কিছু বদল এসেছে। ফের পাহাড়ে বিমল গুরুঙের আধিপত্য বেড়েছে। শাসকদল তৃণমূলের সঙ্গে সখ্যতা তৈরি হয়েছে গুরুং শিবিরের। এছাড়াও পাহাড়ের বেশ কিছু দলের সঙ্গেও যোগযোগ বাড়িয়েছে তৃণমূল।

দার্জিলিং সফরকালে বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি নিয়ে পাহাড়ের একাধিক দলের নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা তৃণমূল সুপ্রিমোর। পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি ও উন্নয়নের লক্ষ্যে বৈঠকে বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আগেই জিটিএ নির্বাচন করানোর কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এবারের দার্জিলিং সফরে সময় জিটিএ-র নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, জাঁকিয়ে শীত কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

একুশের ভোটে এরাজ্যে তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর থেকে একাধিক জেলায় গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেরেছেন প্রশাসনিক বৈঠক। উত্তরবঙ্গেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে গিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মালদহ ও দুই দিনজাপুরে প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী।

তবে দার্জিলিঙে তিনি যাননি। সেই কারণে তাঁর আসন্ন দার্জিলিং সফর বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ ডিসেম্বর দার্জিলিং সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর বিস্তারিত সফরসূচি এখনও তৈরি হয়নি। জানা গিয়েছে, মেঘালয় থেকে ফিরে আগামী ২৭ তারিখ দার্জিলিং যাবেন মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CM Mamata north bengal darjeeling tmc Mamata Banerjee
Advertisment