Advertisment

এবারও পিতৃপক্ষেই পুজো উদ্বোধন করবেন মমতা, তবে গত বছরের সঙ্গে ফারাক একটাই

পার্থক্যটা কী?

author-image
IE Bangla Web Desk
New Update
CM Mamata Banerjee will inaugurate durga puja mandap virtually before Mahalaya , এবার পিতৃপক্ষেই ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

শহরের কোনও এক পুজো মণ্ডপ উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী।

চলতি বছরেও পিতৃপক্ষেই পুজোর সূচনা হতে চলেছে। সৌজন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ হওয়ায় বিদেশ সফর থেকে ফিরে এখনও ঘরবন্দি রাজ্যের প্রশাসনিক প্রধান। তাই 'দিদি'র হাত ধরে পুজো মণ্ডপের উদ্বোধন নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সেই সংকট কেটেছে। আগামী বৃহস্পতিবার দমকল মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে হওয়া শ্রীভূমির পুজো মণ্ডপের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। ওই দিনই টালা প্রত্যয় ও উত্তর কলকাতারই আরও একটি মণ্ডপের উদ্বোধন করার কথা রয়েছে মমতার।

Advertisment

গতবার মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে পুজোর সূচনা করায় বিতর্ক দেখা দিয়েছিল। সউৎসবের আমেজে তা অবশ্য লঘু হয়ে গিয়েছে। কিন্তু, গতবারের থেকে এবার মমতার হাত ধরে মণ্ডপ উদ্বোধনে পার্থক্য একটাই। গতবার শহরের উত্তর থেকে দক্ষিণ- নিজে হাতে একটার পর একটা মণ্ডপের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার আর তা হচ্ছে না। সূত্রের খবর, চলতি বছর কালীঘাটের বাড়িতে বসে ভার্চুয়ালভাবে সব পুজোর সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবাবেই কী তাহলে 'দিদি' এবার পুজোর উদ্বোধন সারবেন? প্রতিবার ববি হাকিমের পুজো চেতলা অগ্রণীতে গিয়ে মহালয়ার দিন প্রতিমার চোখ আঁকেন মমতা। সাধারনত সেদিনই আরেক মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো সুরুচি সঙ্ঘের মণ্ডপের উদ্বোধন করে থাকেন তিনি। এবার কী এসব আর হবে না? তৃণমূল সূত্রে খবর, সবটাই এখনও অনিশ্চিত।

১১ সেপ্টেম্বর তিনি শেষ বার নবান্নে গিয়েছিলেন। তার পর আর যাননি। অর্থাৎ একমাস নবান্নের ১৪ তলায় পা পড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়ের। যা গত এক যুগে নজিরবিহীন। স্পেন সফর থেকে ফেরার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুর ব্যাথায় কাবু। এসএসকেএমের চিকিৎসকরা তাঁকে নিয়ন্ত্রিত চলাফেরার পরামর্শ দিয়েছেন। সমস্যা এখনও সম্পূর্ণ নিরাময় হয়নি। অবস্থা এতটাই গুরুতর যে মুখ্যমন্ত্রী আগামিকাল (১২ অক্টোবর) দুপুরে কালীঘাটে তাঁর বাসভবনে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। বাংলায় এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীর বাড়িতে বসবে মন্ত্রিসভার বৈঠক।

Durgapuja Durga Puja Sreebhumi Sporting Club Tala Park Prattay durgapuja 2023 Mamata Banerjee
Advertisment