Advertisment

Mamata Banerjee: বড় পদক্ষেপ মমতার! প্রচার শুরুর আগে বিপর্যস্ত জলপাইগুড়ি নিয়ে কী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর?

Jalpaiguri Strom: রবিবার রাতেই টর্নেডো বিপর্যস্ত জলপাইগুড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। গভীর রাত পর্যন্ত আহতদের হাসপাতালে গিয়ে দেখভাল করেন। যান নিহতের বাড়িতেও। সোমবার সকাল থেকেও তদারকিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata, Jalpaiguri

Mamata Banerjee In Storm-Ravaged Jalpaiguri: জলপাইগুড়ির ঝড়ে বিপর্যস্ত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Will Stay In Storm-Ravaged Jalpaiguri For Three Days: প্রাকৃতিক বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই রবিবার রাতেই জলপাইগুড়ি পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গভীর রাত পর্যন্ত আহতদের হাসপাতালে গিয়ে দেখভাল করেন। যান নিহতের বাড়িতেও। সোমবার সকাল থেকেও তদারকিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের তিন জেলায় নির্বাচনী প্রচার করার কথা তৃণমূল নেত্রীর। তার আগেই এই ভয়ঙ্ক দুর্ঘটনা ঘটল। যা বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে, আগামী বুধবার (৩ এপ্রিল, ২০২৪) পর্যন্ত তিনি জলপাইগুড়িতেই থেকে যাবেন। তারপর নির্ধারিত দিনক্ষণ মেনে নির্বাচনী জনসভা করে কলকাতায় ফিরে আসবেন।

Advertisment

মুখ্যমন্ত্রী থাকছেন জলপাইগুড়ির চালসার একটি হোটেলে। সেখান থেকেই জলপাইগুড়ির পরিস্থিতির দিকে নজর রাখছেন। এখান থেকেই যাবেন স্থানীয় হাসপাতালে, যেখানে ঝড়ে ক্ষতিগ্রস্তরা ভর্তি রয়েছেন। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার চালসাতেই থাকবেনকথা মুখ্যমন্ত্রী। বুধবারও এখানেই থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন- বিরাট খবর! প্রার্থী পদ তুলে নিতে হবে দিলীপ ঘোষকে? কাঁপানো পদক্ষেপ কমিশনের!

উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। যা বিবেচনা করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর নির্বাচনী জনসভার কর্মসূচি স্থির রয়েছে। তৃণমূল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার চালসা থেকে মাথাভাঙা এবং কোচবিহারের সভায় যাবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার আবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে তাঁর রাজনৈতিক কর্মসূচি রয়েছে। শনিবার যাবেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। তার পর সেখান থেকে আবার বাগডোগরা।

Mamata Banerjee Jalpaiguri Mamata Government Jalpaiguri Storm
Advertisment