ক্রিকেটে আবারও বিশ্বজয়ের হাতছানি ভারতের সামনে। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এর ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ১৩০ কোটি দেশবাসী রোহিতদের বিরাট জয়ের প্রত্যাশায় সময় গুণছে। হাইভোল্টেজ এই ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেচ্ছাবার্তায় কী লিখেছেন মুখ্যমন্ত্রী?
"একটি মহান ঐতিহাসিক উপলক্ষ। বিশ্ব অঙ্গনে ক্রিকেটের সবচেয়ে নাটকীয় যুদ্ধের আগে টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা ও শুভকামনা! সমগ্র জাতি আপনাদের বিজয়ের জন্য অপেক্ষা করছে। আজ আমাদের গৌরবময় করুন!!"
দেড় মাসের ক্রিকেট উৎসবের আজ 'দশমী'। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। অজিদের বিশ্বকাপ অভিযান মোটেই মসৃণ ছিল না। ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরুটা শোচনীয় হয়েছিল অস্ট্রেলিয়ার। প্ৰথম দুই ম্যাচেই তাঁদের হারতে হয়েছিল। তারপর টানা ম্যাচ জিতে সেমিফাইনাল এবং তারপর ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়া।
এদিকে দলগতভাবে ঝাঁপিয়ে পড়ে ভারত প্রত্যেকটি ম্যাচে কার্যত নাস্তানাবুদ করেছে বিপক্ষকে। ভয় ধরানো জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সেই ফর্মের বিচারেই ভারতের ট্রফি জয় সময়ের অপেক্ষা মাত্র, এমনই ভাবছে ক্রিকেট বিশ্ব।