আর অপেক্ষা নয়। রাজ্যের কেন্দ্রীয় বকেয়া আদায়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চেয়ে সময় চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বলে শনিবার বাগডোগরা বিমান বন্দরে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে যে কোনও এক দিন প্রধানমন্ত্রীর সময় চেয়েছেন তিনি। তার মধ্যে মোদীর সময় না হলেই মমতার হুঁশিয়ারি, 'সময় দিলে ভাল। না হলে আমাদের যা করার করব।'
Advertisment
এ দিন মুখ্যমন্ত্রী বলেছেন, '১০০ দিনের কাজের বকেয়ার টাকা দেয়নি কেন্দ্র। আমাদের টাকা আটকে রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রেও আমাদের শেয়ার দেওয়া বন্ধ করে দিয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের যে ভাগের টাকা পাই, সেটা বন্ধ করে দিয়েছে। গ্রামীণ রাস্তা তৈরির টাকা বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে যে টাকা পাওয়ার কথা সেটা দেওয়া হচ্ছে না। এটা আমাদের প্রাপ্য টাকা। একমাত্র বাংলার সব প্রাপ্য টাকাই বন্ধ করে দিয়েছে কেন্দ্র। সব রাজ্য যদি ওই টাকা পায়, তবে আমাদের রাজ্য কেন পাবে না? এই জন্যই আমরা সময় চেয়েছি। তা সত্ত্বেও আমরা কিন্তু কোনও স্কিম বন্ধ করিনি। সেই স্কিমগুলোর টাকা যাতে আমরা পাই, তার জন্য আমি ১৮, ১৯, ২০ ডিসেম্বরের মধ্যে ডেট চেয়েছি। যদি ডেট দেয় তো ভাল। না পেলে যা করার করব। আমি ১৭ ডিসেম্বর দিল্লি যাচ্ছি।'
পুজোর আগে অক্টোবর মাসে বাংলার বকেয়া পাওনার দাবিতে দিল্লিতে প্রতিবাদ আন্দোলন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন তৃণমূল নেতৃত্বের তরফে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার সময় চাওয়া হলেও তা মেলেনি। গত ৪ অক্টোবর রাতে তুলকালাম কাণ্ড দেখা দিয়েছিল কৃষি ভবনে। তৃণমূলের অবস্থানে হাজির হয় দিল্লি পুলিশ। একে একে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয় অভিষেক, শান্তনু সেন, বিরবাহা হাঁসদা এবং মহুয়া মৈত্রদের।
এবার বাংলার 'হকে'র বকেয়ার দাবিতে রাজধানীতে তৃণমূলের আন্দোলনের নেতৃত্ব দেবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির প্রেক্ষিতে লোকসভা ভোটের কয়েক মাসে আগে যা বিশেষ তাৎপর্যবাহী।