দুপুরে নবান্নে পৌঁছেই ১৪তায় নিজের চেম্বারে চলে যান মুখ্যমন্ত্রী। তবে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পৌঁছেই যান পাঁচ তলায়। ঘুরে দেখেন ওই স্বরাষ্ট্র ও পার্বত্য দফতর। ওই দুই দফতরে দুপুর ১২টা পর্যন্ত কর্মীদের হাজিরা দেখে 'বিরক্ত' মুখ্যমন্ত্রী। দফতরে উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান। সঙ্গে প্রস্ন করেন 'বেশিরভাগ চেয়ার ফাঁকা কেন?'
আচমকা মুক্যমন্ত্রীকে দেখে হতচকিত হয়ে পড়েন স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরের কর্মীরা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান যে ক'জন ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেই দেখেন অধিকাংশ চেয়ারই ফাঁকা। তখনই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মমতা দফতরের কর্মীদের কাছ থেকে জানতে চান যে, ধর্মঘটের দিন কর্মীরা এসেছিলেন কি না। বুধবার এত কর্মী সংখ্যা কম কেন? এছাড়া অন্যান্য কথাও বলেন মুখ্যমন্ত্রী।
মিনিট দশেক পাঁচ তলায় কাটিয়ে নবান্নের ১৪ তলায় নিজের ঘরে চলে যান মুখ্যমন্ত্রী।
হঠাৎ কেন মুখ্যমন্ত্রীর এমন পরিদর্শন? নবান্ন সূ্ত্রে খবর, স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরের বিরুদ্ধে কিছু অভিযোগ গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি সব শুনে বিষয়টি কাউকে বলেননি। এছাড়া, রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠনের ডাকে ধর্মঘটের দিন ওই দুই দফতরে কর্মী উপস্থিতি কম ছিল। এসবের পরই মুখ্যমন্ত্রীর ওই দফতরে আচমকা পরিদর্শন বেশ তাৎপর্যবাহী।