scorecardresearch

‘দেশে চলছে রাজনৈতিক দূষণ, সম্প্রীতি-ঐক্য বজায় রাখুন’, বড়দিনের অনুষ্ঠানে বার্তা মমতার

Christmas Event in Kolkata: পার্কস্ট্রিটে ক্রিসমাস উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে সপার্ষদ অ্যালেন পার্কে উপস্থিত হন তিনি।

schools colleges train to be closed again amid covid omicron-scare mamata banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

Christmas Event in Kolkata: পার্কস্ট্রিটে ক্রিসমাস উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে সপার্ষদ অ্যালেন পার্কে উপস্থিত হন তিনি। অনুষ্ঠানে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং নগরপাল সৌমেন মিত্র। এই উৎসবের সূচনা করে গোটা বিশ্বকে বড়দিনের শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দেশ থেকে বিশ্ব সকলকে শুভেচ্ছা। ভ্যাটিকান থেকে গোয়া, গোয়া থেকে কলকাতা, প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা।‘ আগামি দিনে রাজ্যজুড়ে আরও বড় করে বড়দিনের উৎসব উদযাপন হবে। এদিনের অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।  

মঞ্চে উপস্থিত প্রশাসনিক কর্তাদের উদ্দেশে তাঁর বার্তা, ‘জেলায় জেলায় বড়দিন উৎসব পালন করুন। কৃষ্ণনগর, ব্যান্ডেল, ঝাড়গ্রামে কত চার্চ রয়েছে সেগুলো সুন্দর করে সাজিয়ে তুলুন।‘  

এদিন তিনি অ্যালেন পার্কের অনুষ্ঠানে জাতীয় রাজনীতিতে বেড়ে চলা উত্তাপের সমালোচনায় সরব হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘দেশজুড়ে ক্রমে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। চলছে রাজনৈতিক দূষণ। শান্তি বজায়ে মুখে হাসি রাখতে হবে। তবে মিলবে মানসিক শান্তি।‘

এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর গলায় শোনা গিয়েছে ঐক্যের বার্তা। তিনি বলেছেন, ‘যে যার ধর্ম পালন করুন। কিন্তু দেশকে মজবুত রাখতে হলে, ঐক্যবদ্ধ থাকতে হবে। গোটা দেশে সম্প্রীতি, ঐক্য বজায় রাখতে হবে।‘    

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Cm mamata urges for maintaining harmony and peace across the country state