/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/mamata-modi-1.jpg)
ঘাটালে বন্যর জন্য কেন্দ্রকে নিশানা মমতার।
CM writes to PM: রাজ্যের টিকা সরবারহ বাড়াতে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। তাঁর দিল্লি সফরের নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে বাংলার জন্য টিকা বণ্টন বাড়াতে আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের একই ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি। মুখ্যমন্ত্রীর লেখা চিঠিতে উল্লেখ, ‘কোভিড টিকাকরণ এবং টিকা সরবারহ নিয়ে এর আগে আপনাকে একাধিক চিঠি লিখেছি। কিন্তু অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি ভারত সরকার এখনও সেই চিঠিগুলো গুরুত্ব দিয়ে বিচার করেনি।‘
তিনি জুড়েছেন, ‘আমরাই প্রথম দেশব্যাপী বিনামূল্যে টিকাকরণের আবেদন জানিয়েছিলাম। এখনও কেন্দ্র কোনও জবাব দেয়নি। যার ফলে পর্যাপ্ত টিকাকরণ থেকে অনেক দূরে দেশ। এমনকি গত ফেব্রুয়ারি মাসে সংস্থাগুলো থেকে সরাসরি টিকা কিনতে চেয়ে কেন্দ্রকে আবেদন করেছিলাম। সেই ব্যাপারেও নিরুত্তাপ কেন্দ্রীয় সরকার।‘
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Mamata-letter.jpg)
তাঁর অভিযোগ, ‘দ্বিতীয় ঢেউয়ের মারাত্মক সংক্রমণের পরেও কেন্দ্র যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যগুলোকে টিকা সরবারহে উদ্যোগ নেয়নি। ফলে এখনও প্রতিদিন হাজার হাজার নিরীহ মানুষ সংক্রমিত হচ্ছেন।‘ এভাবেই রাজ্যের খাতে করোনা টিকার জোগান বাড়াতে প্রধানমন্ত্রীকে আবেদন করেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের টিকা বণ্টনে বিজেপি শাসিত রাজ্যগুলোকে প্রাধান্য দেওয়া প্রসঙ্গে মমতা লেখেন, ‘উত্তরপ্রদেশ, গুজরাত, কর্নাটকের মতো বিজেপি-শাসিত রাজ্যগুলিকে অনেক বেশি পরিমাণে টিকা দিচ্ছে কেন্দ্র। অন্যান্য রাজ্য বেশি টিকা পেলে আমার কোনও সমস্যা নেই। কিন্তু বাংলাকে বঞ্চিত হতে দেখে আমি চুপ করে থাকতে পারব না।’
এমনকি রাজ্যের সাম্প্রতিক টিকাকরণ পরিস্থিতির প্রসঙ্গ চিঠিতে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান তুলে তিনি লেখেন, ‘রাজ্যে এখন দিনপিছু ৪ লক্ষ টিকাকরণ হচ্ছে। কিন্তু দিনপিছু ১১ লক্ষ টিকাকরণের ক্ষমতা রাখে বাংলা। কিন্তু সেই তুলনায় অনেক কম টিকা দেওয়া হচ্ছে।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন