Kolkata Doctor Rape-Murder Case: সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসাবে মানবেন না পড়ুয়ারা। মঙ্গলবার সকাল থেকেই পড়ুয়া বিক্ষোভে উত্তাল ন্যাশনাল মেডিক্যাল কলেজ। এদিন ন্যাশনাল মেডিক্যাল পড়ুয়াদের সঙ্গে কথা বলতে যান রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা। কিন্তু পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন তাঁরা। গো-ব্যাক স্লোগানের জেরে ফিরতে হল তাঁদের।
এদিন দুজন হাসপাতালে ঢুকতেই বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। তাঁদের দাবি, ন্যাশনাল মেডিক্যালকে আর জি কর হাসপাতাল বানাতে চাই না। আর জি করের আবর্জনা ন্যাশনাল মেডিক্যালে চাই না। পড়ুয়াদের ক্ষোভ-বিক্ষোভের কথা মন দিয়ে শোনেন স্বর্ণকমল এবং জাভেদ। স্বর্ণকমলের সামনে নিজেদের ভয় এবং ক্ষোভের কথা উগরে দেন ন্যাশনাল মেডিক্যালের পড়ুয়ারা। আর জি করের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে ‘চাপিয়ে দেওয়া হল’, তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভরত পড়ুয়ারা।
তাঁরা পড়ুয়াদের জানান, কাউকে চাপিয়ে দেওয়া হয়নি। পড়ুয়াদের বিক্ষোভ এবং আপত্তির কথা তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন স্বর্ণকমল।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। আর জি কর হাসপাতালেও তরুণী খুনের বিচার চেয়ে লাগাতার চলছে বিক্ষোভ-আন্দোলন। জুনিয়র চিকিৎসকরা নাছোড় আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাসপাতাল চত্বরে। সেই সঙ্গে কয়েকদিন ধরেই হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সুর চড়াচ্ছিল একাধিক চিকিৎসক সংগঠন।
আরও পড়ুন সন্দীপ ঘোষকে ঢুকতে দেবেন না ডাক্তারি পড়ুয়ারা, ন্যাশনাল মেডিক্যালেও বিক্ষোভ
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিলেন। প্রবল চাপের মুখে আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করছেন বলে জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, “ছাত্র-ছাত্রীদের কাছে আমার পদত্যাগের বিষয়টিই কাম্য ছিল। গত কয়েকদিনে বিভিন্ন মাধ্যমে আমি যে কটুক্তি সহ্য করেছি, আমার পরিবার, সন্তানরা যা সহ্য করেছে তাতে বাবা হিসেবে আমি লজ্জিত। সেই কারণে আমি পদত্যাগ করলাম।”
আরও পড়ুন প্রবল চাপে পদত্যাগ আরজি করের অধ্যক্ষের, পদ ছেড়ে কী বললেন সন্দীপ ঘোষ?
এদিকে, সোমবার বিকেলেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয় সন্দীপ ঘোষকে। আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয় সুহৃতা পালকে। এর পাশাপাশি সোমবারই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অজয় রায়কে বদলি করা হয়েছে স্বাস্থ্য ভবনে। আর জি কর মেডিক্যাল কলেজের এমএসভিপি হিসেবে বুলবুল মুখোপাধ্যায়কে নিয়োগ করেছে সরকার।