এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে সমবায় দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে। এলাকার সমবায় সমিতিতে তিল তিল করে টাকা জমিয়েছিলেন সাধারণ মানুষজন। ফেরত চাইতে গেলে গত ফেব্রুয়ারি মাস থেকে গ্রাহকদের ঘোরাচ্ছে কর্তৃপক্ষ, এই অভিযোগে শনিবার রাস্তা অবরোধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা গ্রামবাসীদের।
Advertisment
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় সমিতি। এই সমবায় সমিতির বিরুদ্ধেই এখনও পর্যন্ত ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। জমানো টাকা গত ৬ মাস ধরে ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। প্রয়োজনীয় কাজে নিজেরই গচ্ছিত রাখা টাকা তুলতে গেলে হয়রানির শিকার হয়ে ফিরতে হচ্ছে গ্রাহকদের। সমবায় কর্তৃপক্ষের কাছে বারবার টাকার জন্য দরবার করা হলেও সুরাহা মেলেনি বলে দাবি স্থানীয়দের।
শুধু সমবায় কর্তৃপক্ষই নয়, বিষয়টি স্থানীয় বিডিও থেকে শুরু করে সমবায় দফতরে পর্যন্ত জানিয়েছেন গ্রাহকরা। তাতেও তাঁদের টাকা তাঁরা ফেরত পাননি বলে অভিযোগ। গ্রাহকদের দাবি কম-বেশি ১০ কোটি টাকার দুর্নীতি হয়েছে লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় সমিতিতে। সিবিআই-ইডি তদন্তের দাবি করে শনিবার সকাল থেকে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা।
এদিন কামাগাজি-বারুইপুর বাইপাসের গোবিন্দপুরে পথ অবরোধ শুরু হয়। পুরুষদের পাশাপাশি প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে মহিলাদেরও বিক্ষোভে সামিল হতে দেখা যায়। অবরুদ্ধ হয়ে পড়ে বাইপাস। সারি দিয়ে রাস্তায় আটকে পড়ে যানবাহন। তীব্র যানজটের সৃষ্টি হয় বাইপাসে। খবর পেয়ে অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ।
পুলিশ অবরোদ তুলতে গেলে তাঁদের সঙ্গেও তুমুল বচসায় জড়িয়ে পড়েন গ্রাহকরা। অবিলম্বে এব্যাপারে রাজ্য সরকারের শীর্ষ মহল থেকে হস্তক্ষেপের দাবিতে সুর চড়াতে থাকেন তাঁরা। দ্রুত এর বিহিত না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরা।