/indian-express-bangla/media/media_files/2025/06/06/SUaOrOiUIaz3FwRXLB4s.jpg)
Mini Zoo: এই সেই চিড়িয়াখানা।
Coal India adopts Newtown Zoo: রাজ্যের ইতিহাসে এ এক নয়া নজির। অভূতপূর্ব সিদ্ধান্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়ার। নিউটাউনের গোটা চিড়িয়াখানার দত্তক নিল কোল ইন্ডিয়া। এমন পদক্ষেপ এরাজ্যে এই প্রথম বলে জানিয়েছে নিউটাউনের চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
গতকাল বিশ্ব পরিবেশ দিবস নিউটাউনের মিনি চিড়িয়াখানা এক বছরের জন্য দত্তক নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড। উল্লেখ্য, ২০১৬ সালে ইকো পার্কের পাশে প্রায় ১৫ একর জমিতে তৈরি হয়েছিল ডিয়ার পার্ক। এরপর ২০২৩ সালে সেই ডিয়ার পার্ক মিনি চিড়িয়াখানা রূপে আত্মপ্রকাশ করে। এই চিড়িয়াখানায় বেশ কিছু পশুপাখি রয়েছে। হরিণ থেকে শুরু করে জলহস্তী, জেব্রা, কুমির, আমাজন প্যারট এবং নানা প্রজাতির বেশি ও বিদেশি পাখি রয়েছে এই মিনি চিড়িয়াখানায়।
এমনিতে পশু-পাখি দত্তক নেওয়া অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। এর আগেও বিভিন্ন চিড়িয়াখানায় কোনও পশু পাখিকে নির্দিষ্ট সময়ের জন্য দত্তক নিতে দেখা গিয়েছে কোনও সংস্থা বা ব্যক্তিগত কোন উদ্যোগকে। তবে আস্ত একটি চিড়িয়াখানা এক বছরের জন্য এভাবে দত্তক নেওয়ার ঘটনা এই প্রথম।
কোল ইন্ডিয়ার এমন পদক্ষেপে এক নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি হল বলে মনে করছেন পশু প্রেমীরা। নিউটাউনের চিড়িয়াখানা কর্তৃপক্ষও এই চুক্তিতে বেশ খুশি। তারা জানিয়েছেন, আগামী দিনে এই চিড়িয়াখানাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে সিংহ-সহ আরও বেশ কিছু পশু আনা হবে।
আরও পড়ুন- Hilsa: ইলিশপ্রেমীদের জন্য বিরাট সুখবর! রুপোলি শষ্যের দাম এবার কোথায় নামতে পারে জানেন?