এখন অনেকটাই ভাল রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যকে কবে ছাড়া হবে হাসপাতাল থেকে? সোমবার বুদ্ধবাবুর শরীরিক অবস্থা পর্যালোচনা করেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। এরপরই উডল্যান্ডস কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আগামী বুধবার হাসপাতাল থেকে ছাড়া হবে বুদ্ধবাবুকে।
সোমবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য সংক্রমণমুক্ত, শরীরে সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। তবে এখনই বুদ্ধবাবুরর রাইস টিউব খোলা হচ্ছে না। চলবে ফিজিওথেরাপি। তবে বাড়ি ফিরলেও তাঁকে সম্পূর্ণভাবে হোম কেয়ারে থাকতে হবে। সেই মতো পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তাঁর ঘরটি সাজিয়ে তুলতে হবে। জানিয়েছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা।
চিকিৎসকরা জানিয়েছেন যে, সোমবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্য নিজেই স্যুপ, ফলের রস খেয়েছেন। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন। শুনতে চেয়েছেন রবীন্দ্র সংগীত। যা তাঁকে শোনানো হয়েছে।
শীররিক অবস্থার সামান্য উন্নতির পর থেকেই হাসপাতালে থাকতে চাইছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে সাড়া দেননি চিকিৎসকরা। এরপর গত কয়েকদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়। গত শনিবার থেকে বুদ্ধদেব ভট্টাচার্য অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়া হয়েছে। তার পর থেকে অ্যান্টিবায়োটিক ছাড়াই ভাল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপরই ৭৯ বছরের কমরেডকে কবে ছুটি দেওয়া হতে পারে তা নিয়ে এদিন দুপুরে মেডিক্যাল বোর্ড বৈঠকে বসে। সংবাদ মাধ্যমে চিকিৎসকরা জানান যে, মঙ্গলবার ফের তাঁর রক্তপরীক্ষা হবে। সেই রিপোর্ট নিয়ে বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ২৯ জুলাই শারীরিক অসুস্থার জন্য উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতালে ভর্তির সময় বুদ্ধদেবের শ্বাসনালিতে সংক্রমণ ছিল এবং রেসপিরেটরি ফেলিওর-ও ছিল।