LPG Price: বাজেটের সকালেই সুখবর, একধাক্কায় কত কমল গ্যাসের দাম?

Gas Price: ফের কমল গ্যাসের দাম। কেন্দ্রীয় বাজেটের আগেই গ্যাসের দাম কমানোর খবর মিলেছে। কলকাতায় গ্যাসের দাম কমে কত হল?

author-image
IE Bangla Web Desk
New Update
A worker unloads LPG cooking cylinders from a supply truck outside a distribution centre in Ahmedabad

LPG Price: প্রতীকী ছবি।

Commercial gas cylinder prices have been reduced ahead of the Union Budget 2025: কেন্দ্রীয় বাজেট শুরুর আগেই সুখবর পেলেন দেশবাসী। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম চার টাকা করে কমানো হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯০৭ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। সুতরাং গৃহস্থের এখনও বড়সড় স্বস্তির কারণ নেই। 

Advertisment

জানা গিয়েছে, রাজধানী দিল্লিতে ১ ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২১.৫ টাকা কমানো হয়েছে। আজ কেন্দ্রীয় বাজেট। তার আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমার তথ্য মিলেছে। তবে বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম এখনও না কমানোয় ক্ষোভ বাড়ছে মধ্যবিত্তের একটি বড় অংশের। শেষবার ১১ মাস আগে দাম কমেছিল বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের। তারপর থেকে আর সেই দামে কোনও বদল আনা হয়নি। 

বর্তমানে কলকাতায় বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ৮২৯ টাকা। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৮০২.৫ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার জেরে ছোট ব্যবসায়ীরা উপকৃত হলেও এর সরাসরি প্রভাব গৃহস্থের ঘরে পড়বে না। সুতরাং এবার ফের একবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমার পর বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম কমানোর দাবিও তুলেছেন অনেকে।

আরও পড়ুন- West Bengal News Live:সাতসকালে কলকাতায় বিরাট আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা

LPG LPG Price Reduce Bengali News Today LPG Price LPG Cylinder Commercial LPG news in west bengal news of west bengal NEWS