ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। সিলিন্ডার প্রতি ২১ টাকা করে দাম বেড়েছে। বৃহস্পতিবার দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। তারপরই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে চাপ বাড়ল মধ্যবিত্তের একাংশের।
অবশ্য ১৪.২ কেজি ভর্তুকিযুক্ত রান্নার এলপিজির দামে কোনও বৃদ্ধি হয়নি।
এই বৃদ্ধির ফলে কলকাতা বাণিজ্যিক এলপিজির দাম হল ১,৯০৮.০০ টাকা। ১লা ডিসেম্বর থেকেই বর্ধিত দাম কার্যকর হচ্ছে।
দিল্লিতে সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১,৭৯৬.৫০ টাকা। মুম্বই ও চেন্নাইতে বাণিজ্যিক এলপিজির দাম হল যথাক্রমে ১,৭৪৯ ও ১,৯৬৮.৫০ টাকা।
উৎসবের মরসুম শেষ হতেই রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৫৭ টাকা ৫০ পয়সা কমানো হয়েছিল। তবে শুধুমাত্র বাণিজ্যিক রান্নার গ্যাসের ক্ষেত্রেই এই দাম কমে। চারটি মেট্রো শহরে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়। ১৬ নভেম্বর থেকে নতুন দাম লাগু হয়। দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাইয়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর হয় সেদিন থেকে। দীপাবলির আগেই ১০০ টাকা মতো বেড়েছিল বাণিজ্যিক এলপিজির দাম। পুজোর পরে ফের দাম কমায় কিছুটা স্বস্তি হয় গ্রাহকদের। কিন্তু আবার বাড়ল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।