Advertisment

LPG Cylinder Price Hike: বাজেটের দিনেই দাম বাড়ল রান্নার গ্যাসের, কলকাতায় নতুন দাম কত?

LPG Price Hike: কেন্দ্রীয় বাজেট পেশের দিনেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হল। কলকাতার পাশাপাশি দেশের একাধিক শহরে বেড়েছে রান্নার গ্যাসের দাম। এর আগেও একাধিকবার ধাপে ধাপে দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। এবার ফের একবার দাম বাড়ল রান্নার গ্যাসের। দেশজুড়ে বুধবার মধ্যরাত থেকে রান্নার গ্যাসের নতুন এই বর্ধিত দাম কার্যকর করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
commercial LPG Cylinder Price hiked in kolkata

LPG Cylinder Price Hike: কলকাতায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।

LPG Cylinder Price Hike: কেন্দ্রীয় বাজেট পেশের দিনেই একলাফে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম (LPG Price Hike)। গোটা দেশেই এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে। গ্যাসের দামে বিরাট জাম্প শহর কলকাতাতেও (Kolkata)। লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আর মাত্র কয়েকমাস বাকি রয়েছে। তার আগে আজই অন্তর্বর্তী বাজেট পেশ (interim budget 2024) মোদী সরকারের (Modi Govt)। এই দিনেই বাড়ল রান্নার গ্যাসের দাম।

Advertisment

আজ ১ ফেব্রুয়ারি থেকে বেড়ে গেল ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের (commercial cylinder) দাম। কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে আজ বৃহস্পতিবার থেকেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (commercial cylinder rates) দাম বেড়ে হয়েছে ১১৮৭ টাকা। ১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও এখন বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে না। সুতরাং সেদিক থেকে বড়সড় স্বস্তি গৃহস্থ পরিবারের।

আরও পড়ুন- Budget 2024 Live Updates: ভোটারদের মন পেতে মরিয়া কেন্দ্র, অন্তর্বর্তী বাজেটে নির্মলার সামনে বড় চ্যালেঞ্জ কী কী?

কলকাতা ছাড়াও বাণিজ্যনগরী মুম্বই (Mumbai), রাজধানী দিল্লি (Delhi), চেন্নাই (Chennai)-সহ দেশের একাধিক শহরে বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় ১৮৬৯ টাকা থেকে বেড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আজ থেকে ১৮৮৭ টাকা, অন্যদিকে মুম্বইয়ে এই দাম বেড়ে হল ১৭২৩ টাকা, চেন্নাইয়ে আজ থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে নয়া দাম ১৯২৪ টাকা। দিল্লিতে ১৭৫৫ টাকা থেকে বেড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম হল ১৭৬৯.৫০ টাকা।

আরও পড়ুন- West Bengal Weather Today: আজ দিনভর বৃষ্টি একাধিক জেলায়, আবহাওয়ায় বদল কবে?

তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। কলকাতায় বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম ৯২৯ টাকা। এই দামই এখনও অপরিবর্তিত রয়েছে।

LPG Cylinder kolkata news West Bengal LPG Price Hike
Advertisment