LPG Cylinder Price: ফের দাম বাড়ল রান্নার গ্যাসের, কলকাতায় বর্ধিত দাম কত?

LPG Cylinder Price: লোকসভা নির্বাচন দুয়ারেই। তার আগে গত ফেব্রুয়ারি মাসেও কলকাতায় এক দফায় দাম বেড়েছিল রান্নার গ্যাসের। এবার মাস ঘুরতে না ঘুরতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। শুধু কলকাতাতেই নয়, রান্নার গ্যাসের দাম বেড়েছে দেশের অন্যান্য রাজ্যেও।

LPG Cylinder Price: লোকসভা নির্বাচন দুয়ারেই। তার আগে গত ফেব্রুয়ারি মাসেও কলকাতায় এক দফায় দাম বেড়েছিল রান্নার গ্যাসের। এবার মাস ঘুরতে না ঘুরতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। শুধু কলকাতাতেই নয়, রান্নার গ্যাসের দাম বেড়েছে দেশের অন্যান্য রাজ্যেও।

author-image
IE Bangla Web Desk
New Update
commercial LPG Cylinder Price hiked in kolkata

LPG Cylinder Price Hike: কলকাতায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।

LPG Cylinder Price: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Polls 2024)। তার আগে ফের এক দফায় দাম বাড়ল রান্নার গ্যাসের। আজ ১ মার্চ থেকেই বর্ধিত দাম কার্যকর। স্বাভাবিকভাবেই রান্নার গ্যাসের ফের একবার দাম বৃদ্ধির জেরে ভোগান্তি যে বাড়বে তাতে সন্দেহ নেই।

Advertisment

ফের দাম বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের। গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) পিছু ২৪ টাকা করে দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। এবার থেকে কলকাতায় (Kolkata) ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১,৯১১ টাকা। এর আগে ফেব্রুয়ারি মাসে এক দফায় দাম বাড়ানো হয়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।

আরও পড়ুন- Sandeshkhali Case: সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার আরও ১, রাতভর বাড়ি ঘিরে রেখে সকালে গ্রেফতার ISF নেত্রী

Advertisment

গতমাসে সিলিন্ডার পিছু ১৪ টাকা করে দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। মাস ঘুরতে না ঘুরতেই ফের একবার দাম বাড়ানো হল ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের। শুধু কলকাতা শহরেই নয়, দেশের একাধিক রাজ্যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। তবে শহরে-শহরে এই গ্যাসের দাম বৃদ্ধির হার ভিন্ন।

LPG Price Hike LPG Price LPG Cylinder