Advertisment

নিউ গড়িয়া-রুবি মেট্রো নিয়ে তোলপাড় ফেলা খবর, হঠাৎ এলেন রেলের শীর্ষ কর্তা

নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো চলাচলের লেটেস্ট খবর জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
commissoner of railway safety visit new garia ruby metro route

নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো চলাচল নিয়ে রইল লেটেস্ট আপডেট।

নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রুটের অগ্নিপরীক্ষা আজ। সোমবার নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রুট পরীক্ষায় কমিশনার অফ রেলওয়ে সেফটি। এই রুটে যাত্রী পরিষেবা শুরুর আগে প্রস্তুতি পর্বের চূড়ান্ত যাচাইকরণে এসেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। সব দিক খতিয়ে দেখবেন তিনি। তিনি ছাড়পত্র দিলেই শীঘ্রই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালু হয়ে যাবে। শহর কলকাতা পাবে নতুন মেট্রো রুট।

Advertisment

নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি পর্যন্ত মেট্রো পথের দূরত্ব ৫.৪ কিলোমিটার। নতুন এই পথে ইতিমধ্যেই স্টেশন তৈরি, লাইন পাতার কাজ শেষ হয়েছে। স্টেশনে-স্টেশনে টিকিট কাউন্টার-সহ বাকি যাবতীয় কাজও সম্পূর্ণ হয়েছে। তবে এখনও কবে থেকে এই পথে মেট্রো চলতে শুরু করবে তার দিনক্ষণ স্থির করা যায়নি। সোমবার নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রুট দেখতে এসেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।

আরও পড়ুন- রাজার মেজাজে ফিরছে শীত? ঠান্ডার লেটেস্ট আপডেট জেনে নিন

নতুন রুটে যাত্রী পরিষেবা শুরুর আগে চূড়ান্ত পরীক্ষা করছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। আজ চূড়ান্ত এই পরীক্ষায় পাশ করলেই মিলবে ছাড়পত্র। দ্রুত যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে নিউ গড়িয়া-রুবি রুটে। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রুটের দূরত্ব ৫.৪ কিলোমিটার। এই রুটের নতুন মেট্রো স্টেশন, কন্ট্রোল প্যানেল, টিকিট কাউন্টার খতিয়ে দেখছেন কমিশনার অফ রেলোয়ে সেফটি।

যাত্রী সুরক্ষায় যাতে বিন্দুমাত্র ফাঁকফোকরও না থাকে তার জন্যই কমিশনার অফ রেলওয়ে সেফটির এই তৎপরতা। আজ চূড়ান্ত এই পরীক্ষায় পাস করলেই নিউ গড়িয়া থেক রুবি পর্যন্ত মেট্রো চলাচল শীঘ্রই শুরু হয়ে যাবে বলে মেট্রোরেল সূত্রের খবর।

kolkata metro West Bengal New garia Metro
Advertisment