Advertisment

ফের সরকারি হাসপাতালে হুমকির মুখে কর্মরত মহিলা চিকিৎসক, নালিশ থানায়, অভিযোগ স্বাস্থ্য দফতরেও

আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল পরিস্থিতি গোটা রাজ্যে। ভিন রাজ্যেও তরুমী চিকিৎসকের নৃশংস পরিণতি নিয়ে নিন্দার ঝড় উঠেছে। সুপ্রিম কোর্ট আরজি করের ঘটনায় রাজ্য সরকারের পদক্ষেপের কঠিন সমালোচনা করেছে। ঠিক এই আবহে ফের রাজ্যেরই এক সরকারি হাসপাতালে আরও এক মহিলা চিকিৎসককে হুমকি, শাসানি দেওয়ার অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Complaints of threats and abuse to the working female doctor again at baruipur hospital, চিকিৎসককে হুমকি

ফের হুমকির মুখে কর্তব্যরত মহিলা চিকিৎসক।

বারুইপুর মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্সচালকদের 'দাদাগিরি'। মহিলা চিকিৎসককে হুমকি, গালিগালাজের অভিযোগ। এই ঘটনায় হাসপাতাল সুপার ও স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ মহিলা চিকিৎসকের। খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ। দ্রুত ঘটনার তদন্ত শুরু পুলিশের। স্বাস্থ্য দফতরের তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

Advertisment

আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল পরিস্থিতি গোটা রাজ্যে। তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে দিকে দিকে প্রতিবাদের সুর চড়া হচ্ছে। ঠিক এই আবহে আরও এক মহিলা চিকিৎসককে হুমকি, গালিগালাজের অভিযোগ ঘিরে সরগরম বারুইপুর মহকুমা হাসপাতাল।

হাসপাতালের আয়ুর্বেদিক বিভাগের সামনে অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগ অ্যাম্বুল্যান্সচালকের বিরুদ্ধে। ওই হাসপাতালের মহিলা আয়ুর্বেদিক চিকিৎসক গাড়ি সরাতে বললেই বিতর্কের সূত্রপাত। চিকিৎসকের অভিযোগ, আয়ুর্বেদিক বিভাগের সামনে যত্রতত্র অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখেন অনেকে। এর ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি রোগীদেরও যাতায়াতে সমস্যার মধ্যে পড়তে হয়। বিষয়টি নিয়ে এর আগেও তিনি স্বাস্থ্য দফতরে অভিযোগ জানিয়েছিলেন।

আরও পড়ুন- RG Kar Case: ‘রাজ্য যা করেছে ৩০ বছরের কেরিয়ারে এমন দেখিনি’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি

আরও পড়ুন- RG Kar Case: ‘অপরাধের জায়গা আগের মতো নেই’, CBI তদন্তে সমস্যার কথা জানাতেই বিস্মিত সুপ্রিম কোর্ট!

সেই সময়ে সপ্তাহ দু'য়েকের জন্য সমস্যা মিটলেও ফের নতুন করে এই সমস্যা দেখা দেয়। অ্যাম্বুল্যান্স চালকদের গাড়ি সরাতে বললে ওই মহিলা চিকিৎসককে হুমকির মুখে পড়তে হয় বলে তাঁর দাবি। এমনকী তাঁকে গালাগালিজ করা হয় বলে অভিযোগ। বিষয়টি বারুইপুর থানার পাশাপাশি ফের একবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ওই চিকিৎসক। ঘটনার তদন্তে এদিনই বারুইপুর থানার পুলিশ সেখানে যায়।

আরও পড়ুন- RG Kar Case: আরজি করে আন্দোলনরত চিকিৎসকদের ‘হুমকি’, ‘নাম বলুন, ব্যবস্থা নেব’, বললেন সলিসিটর জেনারেল

Baruipur Doctor police outdoor facilities govt hospital
Advertisment