Kolkata Metro: বিরাট দুর্ভোগের আশঙ্কা, চলতি সপ্তাহে চারদিন বন্ধ মেট্রো পরিষেবা

Kolkata Metro Services Disrupted: চলতি সপ্তাহে চারদিন বন্ধ মেট্রো পরিষেবা। বিরাট বিপাকে পড়তে চলেছে অফিস যাত্রীরা

author-image
IE Bangla Web Desk
New Update
Complete Power Block On Green Line From 20Th to 23rd february

বৃহস্পতিবার থেকে টানা চার দিনের জন্য বন্ধ থাকছে কলকাতার লাইফ লাইন মেট্রো পরিষেবা।

KolKata Green Line MetrO Service: বৃহস্পতিবার থেকে টানা চার দিনের জন্য বন্ধ থাকছে কলকাতার লাইফ লাইন মেট্রো পরিষেবা। চরম দুর্ভোগের আশঙ্কা অফিস যাত্রীদের। বিকল্প কোন পথে যাতায়াত করবেন তা আগে ভাগেই ভেগে রাখুন। 

Advertisment

হাওড়া স্টেশনে নেমে মেট্রোয় চড়ে সরাসরি ধর্মতলা, সেখান থেকে মেট্রোতেই যান নির্দিষ্ট গন্তব্যে? প্রতিদিনের এই রুটিনে এবার ছন্দপতন। আগামী ২০.০২.২০২৫ থেকে ২৩.০২.২০২৫ (শনিবার এবং রবিবার সহ চার দিন) পুরোপুরি বন্ধ থাকবে গ্রিন লাইন মেট্রো পরিষেবা। 

মেট্রো সূত্রে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ভি পর্যন্ত পূর্ব-পশ্চিম মেট্রো করিডোর (গ্রিন লাইনে) সিগন্যালিং সংক্রান্ত কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য এই লাইনের সকল পরিষেবা বন্ধ থাকবে। এই ক' দিন মেট্রোর এই লাইনে যাত্রী পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। 

যদিও মেট্রোর তরফে এটাও বলা হয়েছে ব্লু লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল পুরোপুরি স্বাভাবিক থাকবে। গ্রিন লাইন মেট্রো যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোর তরফে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে । যাঁরা রোজ গ্রিন লাইনের মেট্রোতে চেপে অফিস যান তাঁদের এই কয়েকদিন বাস বা অন্য কোনও মাধ্যমে অফিসে যেতে হবে। 

kolkata metro