বুধবার প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী এবিএ গনিখান চৌধুরীর ৯৭তম জন্মদিন। প্রয়াত প্রাক্তন সাংসদকে শ্রদ্ধা জানানোর তোড়জোড় তুঙ্গে কংগ্রেস-তৃণমূলে। আগামী বছর লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে মালদার রূপকার প্রয়াত সাংসদ গনিখান চৌধুরীকে শ্রদ্ধাজ্ঞাপনে নিজেদের মতো করে নজরকাড়া ব্যবস্থা দুই দলের।
প্রতি বছরের মতো এবছরও গনিখান চৌধুরীর জন্মদিনে নানা কর্মসূচি নিয়েছে মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকেও প্রয়াত গনিখান চৌধুরীকে শ্রদ্ধা জানাতে কোতোয়ালির বাড়ির মাজারে ফুল দেওয়া এবং মালদা শহরের বিভিন্ন স্থানে গনিখান চৌধুরীর মূর্তিতে মাল্যদান কর্মসূচি নেওয়া হয়েছে।
জেলা কংগ্রেসের সভাপতি তথা সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু) গনিখান চৌধুরীর ভাই। তিনিই দলের তরফে দাদার ৯৭তম জন্মদিনে বিভিন্ন কর্মসূচির তালিকা তুলে ধরেছেন। যার মধ্যে কোতোয়ালির বাড়িতে গনিখান চৌধুরীর মাজারের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, দলের তরফে একটি পদযাত্রা বের করা, মালদা শহরের টাউন হলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও মালদা শহরের বৃন্দাবনী মাঠ এবং রথবাড়ি এলাকায় প্রয়াত গনিখান চৌধুরীর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতি স্মৃতিচারণ করা হবে।
কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা দলের জেলার কার্যকরী সভাপতি ইশা খান চৌধুরী জানিয়েছেন, গনিখান চৌধুরীর এবছর ৯৭ তম জন্মদিন। প্রতি বছরের মতো এবছরও গনিখান চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন- বাগে পেয়েই জ্যোতিপ্রিয়কে টানা জেরা ইডি-র, বনমন্ত্রীর জন্য কী বিশেষ ব্যবস্থা কেন্দ্রীয় এজেন্সির?
এদিকে জেলার তৃণমূলের পক্ষ থেকেও কোতোয়ালির বাড়িতে প্রয়াত সংসদ গনিখান চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে মাজারে ফুল দেওয়া হবে বলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর জানিয়েছেন। তিনি বলেন, "মামা গনিখান চৌধুরীর প্রতি আমরা শ্রদ্ধা জানাব।" তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী জানিয়েছেন, গনিখান সাহেবের জন্ম দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে আলোচনা করে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হবে।