/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/darjeeling-lok-sabha-constituency-2024-congress-candidate-munish-tamang.jpg)
2024 Election: কেন পরিচিত মুখ বিনয়ের উপর ভরসা রাখতে পারল না হাত শিবির?
Darjeeling Lok Sabha Constituency 2024 Congress: পাহাড় ও সমতলের পরিচিত মুখ বিনয় তমাংয়ের ভাগ্যে শিকেয় ছিঁড়ল না। বাজিমাত করলেন আরেক তামাং। সদ্য হাত শিবিরে নাম লেখানো মুনীশ তামাংকে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করল কংগ্রেস।
পাহাড় গত দেড় দশক ধরে বিজেপির দখলে। এবারও দার্জিলিং লোকসভা আসনে পদ্ম প্রতীকে লড়বেন গত পাঁচ বছরের বিদায়ী সাংসদ রাজু বিস্তা। কিন্তু রাজুর বিরুদ্ধেই 'বহিরাগত' অভিযোগ তুলে ভোটে মনোনয়ন জমা দিয়েছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাও। তৃণমূল প্রার্থী করেছে গোপাল লামাকে। মঙ্গলবার কংগ্রেসও তাদের প্রার্থী ঘোষণা করে দিল। এখন দেখার চতুর্মুখী লড়াইয়ে এবার কে বাজমাত করে দার্জিলিং লোকসভা থেকে।
বিনয় তামাং তৃণমূল ছেড়ে গত বছরই যোগ দিয়েছিলেন কংগ্রেসে। জল্পনা ছিল, তাঁকেই দার্জিলিং থেকে প্রার্থী করবে হাত শিবির। কিন্তু, খেলা ঘুরে যায় গত সপ্তাহে!
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' পাহাড় হয়ে যাওয়ার সময় তাতে যোগ দিতে দেখা যায় হামরো পার্টির প্রধানকে। এরপর গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে গিয়ে বিরোধী জোটে যোগ দেন অজয় এডওয়ার্ড। অজয়ের সঙ্গেই গিয়েছিলেন মুনীশ তামাংও। তিনিও কংগ্রেসে যোগ দেন।
কংগ্রেস সূত্রে খবর, এআইসিসি-র কাছে অজয়ের দাবি ছিল, এবার ভোটে মুনীশকে দার্জিলিং থেকে হাত প্রতীকে প্রার্থী করতে হবে। তকই নাকি অজয়ের দাবিতে সম্মতি দিয়েছিলেন কংগ্রেস হাইকমান্ড।
পাহাড়ের রাজনীতিতে পরিচিত মুখ মুনীশ তামাং। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এছাড়া, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার বিরোধী একাধিক রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে পাহাড়ে এক বার গোর্খাল্যান্ড টাস্ক ফোর্স গড়া হয়েছিল। তার সাধারণ সম্পাদক ছিলেন এই মুনীশ।