Advertisment

সাগরদিঘি উপ-নির্বাচন: এগিয়েই চলেছে বাম-কংগ্রেস জোট, বহরমপুরে অকাল-হোলি

সাগরদিঘি উপ-নির্বাচনের ফলপ্রকাশের ট্রেন্ডেই বহরমপুরে অকাল হোলি।

author-image
IE Bangla Web Desk
New Update
congress celebrtes their wininig chances in sagardighi by-election

শেষ হাসি কে হাসবেন এখনও জানা নেই, তবে সাগরদিঘি উপ-নির্বাচনের ফলপ্রকাশের ট্রেন্ডেই বহরমপুরে অকাল হোলি। যেন বিজয় উল্লাসে মেতেছেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। অধীর চৌধুরীর নামে জয়ধ্বনি। যদিও এখনও পর্যন্ত মুর্শিদাবাদের সাগরদিঘি উপ-নির্বাচনের ফল ঘোষণা ঢের দেরি। তবুও ভোট গণনার ট্রেন্ড দেখেই আনন্দের স্রোতে ভাসছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা।

Advertisment

টানটান উত্তেজনার মধ্যেই সাগরদিঘিতে অকাল হোলি। আবির উড়িয়ে অধীর চৌধুরীর নামে জয়ধ্বনি বহরমপুরে। কংগ্রেসের কর্মী-সমর্থকরা সাগরদিঘির উপ-নির্বাচনের গণনা শুরুর ট্রেন্ড দেখেই উল্লসিত। তৃতীয় রাউন্ডের গণনা শেষে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাস। বেশ পিছিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও বিজেপির দিলীপ সাহা।

আরও পড়ুন- সাগরদিঘিতে পালাবদল? চতুর্থ রাউন্ডেও বেশ পিছিয়ে তৃণমূল

কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাস জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আমি জয় পাবই। এটা নিশ্চিত করেই বলতে পারি। যে দুটি জায়গায় আমাদের ফল একটু খারাপ হবে ভেবেছিলাম, সেখান থেকেই লিড পেয়েছি। বাকি জায়গাগুলিতেও এবার জিতব।'

এদিকে, ভোট গণনার ট্রেন্ডে দলীয় প্রার্থী বায়রন এগিয়ে থাকায় বেশ খুশি প্রদেশ কংগ্রসে সভাপতি তথা বহরমপুরের কংগ্রসে সাংসদ অধীর চৌধুীরও। সংবাদমাধ্যমে তিনি বলেন, 'সাগরদিঘির ২০-২২ হাজার মানুষ পরিযায়ী শ্রমিক। তাদের ছবি ব্যবহার করে তৃণমূল এবার ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করেছিল। তা সত্ত্বেও তারা সফল হতে পারেনি। বামেদের সঙ্গে নিয়েই জয় আসছে। এবার এমন রেজাল্ট আরও দেখা যাবে। আমি আশাবাদী।'

tmc CONGRESS left front Sagardighi By-Election
Advertisment