Advertisment

Adhir Chowdhury: ভোট-বঙ্গে তুমুল বিতর্কিত মন্তব্য অধীরের, লাভের গুড় খেতে একসঙ্গে ঝাঁপাল তৃণমূল-বিজেপি

Lok-Sabha Election 2024: কী এমন বললেন অধীর যে দুই ফুলই লুফে নিল সেই মন্তব্য?

author-image
IE Bangla Web Desk
New Update
Congress leader Adhir Chowdhury said it is better to vote for BJP than TMC during Lok-Sabha Election campaign 2024, লোকসভা নির্বাচনের প্রচারের সময় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন ণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভাল

Election 2024: একে অপরকে নিশানা করতে অদীরের মন্তব্যকে হাতিয়ার করল দুই ফুল-শিবির।

Adhir Chowdhury's Controversial Comment: মঙ্গলবার মালদার নির্বাচনী সভায় অধীর চৌধুরী সত্যিই কংগ্রেসী কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী। সেদিনই দলীয় প্রচারসভায় গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। যা নিয়ে তপ্ত ভোটের বাংলা। সুযোগ বুঝেই কগ্রেসকে বিজেপির 'বি-টিম' বলে দেগে দেওয়ার চেষ্টায় জোড়া-ফুল নেতারা। ভাইরাল করেছেন অধীরের সেই মন্তব্য। অন্যদিকে মাঠে নেমেছেন গেরুয়া নেতারাও। প্রতিপক্ষ অধীরের মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করতে মরিয়া বিজেপি।

Advertisment

কী বলেছেন অধীর চৌধুরী?

মঙ্গলবার জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেনের সমর্থনে সভা করতে গিয়েছিলেন অধীর চৌধুরী। সেই সভায় ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের বাম প্রার্থী মহম্মদ সেলিমও। যে ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল সেখানে অধীরকে বলতে শোনা যাচ্ছে, 'তৃণমূলকে ভোট দেওয়া মানে, তার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে জেতানো।'

অধীর চৌধুরীর সেই মন্তব্যের ভিডিও ক্লিপই বুধবার তৃণমূলের একাধিক সাংসদ, নেতানেত্রী সমাজ মাধ্যমে পাল্টা পোস্ট করতে দেখা যায়। অধীর এবং বিজেপির আঁতাঁত নিয়ে সমালোচনা করেছেন সুস্মীতা দেব, সাখেত গোখলেরা। এতে জুড়ে দেওয়া হয়েছে কংগ্রেসের জোটসঙ্গী সিপিএমকেও।

অন্যদিকে বিজেপি নেতা অমিত মালব্যও এক্স হ্যান্ডেলে অধীর চৌধুরীর বক্তব্যের ভাইরাল ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা করেছেন। লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের অধীনে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক কতটা খারাপ তা অধীর রঞ্জন চৌধুরী জানেন। তিনি তাঁর ননিজের রাজ্যের জন্য মঙ্গল কামনা করেছেন।'

আসরে কংগ্রেসও। হাত শিবিরের রাজ্য নেতা সৌম্য আইচের দাবি, 'দেখুন আপনারা তৃনমূল নামক দলটার ঘৃণ্য চক্রান্তের আরও এক নমুনা, হেরে যাওয়ার ভয় তারা করে বেড়াচ্ছে তৃনমূল আর বিজেপিকে- তৃণমুলের আইটি সেল চক্রান্ত করে গতকাল লালগোলায় কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন (বকুল)- এর সমর্থনে আয়োজিত এক সভায় জননেতা অধীর চৌধুরীর বক্তব্যের আগের এবং পরের অংশ বাদ দিয়ে সোশাল মিডিয়া এবং মিডিয়াতে সম্প্রচার করছে। পুরো বক্তব্যটা শুনলে বোঝা যাবে অধীর চৌধুরী কি বলেছেন। তৃণমূল ও বিজেপির এই ঘৃণ্য চক্রান্তকে আমরা ধিক্কার জানাই, এই ভাবে কংগ্রেস কে পরাজিত করতে পারবেন না, আর অধীর চৌধুরী কে আটকানো যাবে না। আমরা এই চক্রান্ত এবং ঘৃণ্য প্রচেষ্টার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো
ছিঃ ছিঃ ছিঃ তৃনমূল।'

আসলে কী বলেছেন অধীর?

'সার্ভে বলছে মোদীজিরা এবারে কম ভোট পাবেন। কংগ্রেস ও বাম যদি না যেতে তাহলে ভারতের গণতন্ত্রের অবস্থা খারাপ হবে। তৃণমূলকে ভোট দেওয়া মানে, তার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে জেতানো। তাই তৃণমূলকে নয়, বিজেপিকে নয়- সর্বসময়ের সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবে। ওকেই আপনারা ভরসা করুন। এইটুকুই আবেদন করছি আপনাদের কাছে।'

CONGRESS adhir choudhury tmc bjp loksabha election 2024 Adhir Ranjan Chowdhuri
Advertisment