scorecardresearch

‘চিদাম্বরমের সঙ্গে যা হয়েছিল, তার দশগুণ হবে’, অভিষেকের হয়ে মামলা লড়ায় সিংভিকে হুমকি কৌস্তভের

দলের শীর্ষ নেতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা।

Congress Leader Koustav Bagchi writes Abhishek Manu Singhvi
দলেরই শীর্ষ নেতাকে চিঠি লিখলেন বাংলার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি।

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে একটি চ্যানেলের সাক্ষাৎকারে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সাক্ষাৎকারের জেরে রুষ্ট হয়ে হাইকোর্টের বিচারপতি গাঙ্গুলির এজলাস থেকে অভিষেক সংক্রান্ত মামলা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলা লড়েন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। যাঁকে ঘিরে অস্বস্তিতে কংগ্রেস শিবির।

এবার বিরক্ত হয়ে দলেরই শীর্ষ নেতাকে চিঠি লিখলেন বাংলার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। কড়া চিঠিতে কংগ্রেস সাংসদের তীব্র সমালোচনা করেছেন কৌস্তভ। সম্প্রতি, সেই বেসরকারি টিভি চ্যানেলেই অভিষেকের আইনি লড়াইয়ে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে সওয়াল করায় প্রশ্নের মুখে পড়েন কৌস্তভ। কারণ, বাংলায় শাসকদল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছে কংগ্রেস। অথচ তাঁদের দলের শীর্ষ নেতা শাসকদলের শীর্ষ নেতার হয়ে আইনি লড়াই করছেন।

কৌস্তভ চিঠিতে সিংভির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চিঠিতে লিখেছেন, “আপনার জন্য বাংলার কংগ্রেস কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। পেশাদার আইনজীবী হিসাবে কার হয়ে লড়বেন, তা আপনি ঠিক করতেই পারেন। কিন্তু কংগ্রেসের বর্ষীয়ান নেতা হিসাবে দল-কর্মীদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না। পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু আপনি যখন সেই দলের নেতার হয়ে লড়াই করছেন, তখন আমাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলার কংগ্রেস নেতা-কর্মীরা আজ সমস্বরে বলছেন, আমরা আপনার জন্য লজ্জিত।”

কৌস্তভ এদিন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “এখানে দলের কর্মীদের বিশ্বাসযোগ্যতা ওঁর জন্য কমে যাচ্ছে। ওঁর শুভবুদ্ধির উদয় হোক। নাহলে আশা করব উনি পশ্চিমবঙ্গে যেন না আসেন। আসলে চিদাম্বরমের সঙ্গে যা হয়েছিল, তার দশগুণ ওঁর সঙ্গে হবে।” এর আগে মেট্রো ডেয়ারি মামলায় ‘কেভেন্টার্স’-এর হয়ে সওয়াল করায় কলকাতা হাইকোর্টে কংগ্রেসপন্থী আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন চিদাম্বরমও। কলকাতা হাইকোর্টে মেট্রো ডেয়ারি নিয়ে মামলা করেছিলেন অধীর চৌধুরি। তাঁর অভিযোগ ছিল, জলের দরে সিঙ্গাপুরের একটি সংস্থাকে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করা হয়েছে। তাঁর আরও অভিযোগ, রাজ্যের ৪৭% শেয়ার নামমাত্র দামে বিক্রি করা হয়েছে। তার পরেও কংগ্রেস নেতা চিদাম্বরম ‘কেভেন্টার্স’-এর হয়ে সওয়াল করায় বিক্ষোভ দেখান কংগ্রেসপন্থী আইনজীবীরা। তৃণমূলের হয়ে চিদাম্বরম দালালি করছেন বলে অভিযোগ তোলেন তাঁরা। সেই বিক্ষোভে শামিল ছিলেন কৌস্তভও। সেদিনের প্রসঙ্গ টেনেই সিংভিকে হুঁশিয়ারি দিয়েছেন কৌস্তভ।

আরও পড়ুন আদালতে তৃণমূলের ‘ঢাল’ দলের তাবড় নেতা, সেটিং তত্ত্বে বিদ্ধ কংগ্রেসও

প্রসঙ্গত, সিংভি রাজ্যসভার সাংসদ হয়েছেন বাংলা থেকেই। তাও আবার তৃণমূলের সহযোগিতায় তিনি সংসদের উচ্চকক্ষে যান। রাজনৈতিক মহলের মতে, সিংভি কিছুটা তৃণমূলের সেই কৃতজ্ঞতা স্বীকার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলা লড়ে। এছাড়াও রাজ্য সরকারেরও একাধিক মামলায় তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। এই অবস্থায় বাংলা কংগ্রেস কর্মীদের অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। এতদিন তারা বিজেপি-তৃণমূল সেটিংয়ের তত্ত্ব তুলেছেন, এবার সেই দোষে তারাও দোষী হচ্ছেন। তাই বাধ্য হয়ে সিংভিকে চিঠি লিখে ক্ষোভের বহিঃপ্রকাশ করলেন কংগ্রেসের আরেক আইনজীবী নেতা কৌস্তভ বাগচি।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Congress leader koustav bagchi writes abhishek manu singhvi over abhishek banerjee case