Advertisment

Adhir Chowdhury: ভোটে হারলেও হাইকম্যান্ডের আস্থা অধীরেই! 'বিরাট' দায়িত্ব পেতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি

Adhir Chowdhury-Congress: ১৯৯৯ সাল থেকে টানা বহরমপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়ে চলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তবে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে পরাস্ত হতে হয় বর্ষীয়ান রাজনীতিবিদ অধীর চৌধুরীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress may nominate Adhir Chowdhury to the Rajya Sabha, অধীর চৌধুরীকে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী করতে পারে কংগ্রেস

Adhir Ranjan Chowdhury: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

Adhir Ranjan Chowdhury: সেই ১৯৯৯ সাল থেকে একটানা জিতে চলেছিলেন। তবে ২০২৪ সালে এসে বহরমপুরে থেমেছে অধীররঞ্জন চৌধুরীর বিজয়রথ। এবারের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দিল্লিতে গিয়ে নাকি হাইকম্যান্ডকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অধীর। এমনকী দিল্লিতে তাঁর বাংলোটিও তিনি ছেড়ে দেবেন বলে দলের শীর্ষনেতাদের জানিয়েছিলেন।

Advertisment

তবে কংগ্রেস সূত্রের খবর, অধীর চৌধুরীকে এখনই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়তে নিষেধ করেছে কংগ্রেস হাইকম্যান্ড। এমনকী দিল্লির বাংলো ছাড়তে বারণ করেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। তবে কি অধীরের জন্য এবার অন্য কিছু ভেবে রেখেছেন সোনিয়া-রাহুল?

১৯৯৯ সাল থেকে টানা বহরমপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়ে চলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তবে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে পরাস্ত হতে হয় বর্ষীয়ান অধীরকে।

আরও পড়ুন- Kolkata Weather Today: জ্বালা ধরানো গরমে পচছে দক্ষিণবঙ্গ! স্বস্তির ঝমঝমিয়ে বৃষ্টি আজই? নাকি আরও অপেক্ষা?

বামেদের সঙ্গে সমঝোতা করে এবারের লড়েছিল কংগ্রেস। ফল ভালো হয়নি। গতবারের লোকসভা ভোটে বাংলা থেকে কংগ্রেস দুইটি আসনে জয়লাভ করেছিল। এবার তা কমে হয়েছে একটি। দীর্ঘদিন সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর অধীর চৌধুরী মন থেকে এবার তাঁর পরাজয় যেন মেনে নিতেই পারছিলেন না। সূত্রের খবর, দিল্লিতে তাঁর বাংলোটি তিনি ছেড়ে দেবেন বলেও মনস্থ করে ফেলেছিলেন।

তবে কংগ্রেস হাইকম্যান্ড অধীর চৌধুরীকে নিয়ে বোধ হয় অন্য কিছু ভাবছে! সূত্রের খবর, এখনই অধীরকে রাজধানীর বাংলো ছাড়তে নিষেধ করেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। সামনেই রাজ্যসভার ১০টি আসনে নির্বাচন হতে চলেছে। ইন্ডিয়া জোটের সঙ্গীরা সমর্থন করলে তার দুটো থেকে তিনটিতে আসনে জিততেও পারে কংগ্রেস।

আরও পড়ুন- Indian Railways: যাত্রী স্বার্থে আরও এক অভূতপূর্ব ‘উপহার’ রেলের! দুরন্ত তৎপরতার প্রশংসার ঝড়!

তবে কি অধীর চৌধুরীকে এবার রাজ্যসভায় জিতিয়ে নিয়ে যেতে চাইছে কংগ্রেস হাইকম্যান্ড? অন্যদিকে, আরও কয়েকটি আসনে উপনির্বাচনও হতে চলেছে শীঘ্রই। তার একটি হলো কেরালার ওয়াইনাড। রাহুল গান্ধী ওই কেন্দ্র থেকে পদত্যাগ করে দিলে সেই আসনে উপনির্বাচন হবে। তবে কি রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া ওয়াইনাড থেকেই প্রার্থী করা হতে পারে প্রদেশ কংগ্রেস সভাপতিকে? এসবের কিছুই এখনও স্পষ্ট না হলেও জল্পনা কিন্তু বাড়ছে।

আরও পড়ুন- Post Poll Violence: ভোট পর্ব মেটার পর বাংলার দিকে দিকে ‘আক্রান্ত’ BJP, শেষমেশ বিরাট পদক্ষেপ নাড্ডার

CONGRESS adhir choudhury loksabha election 2024 Rajya Sabha polls
Advertisment