Advertisment

Mallikarjun Kharge: অধীরে খড়গহস্তের পরদিনই বাংলায় খাড়গের পোস্টারে কালি! কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে

Adhir Chowdhury: ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়িয়ে প্রদেশ সভাপতি অধীর চৌধুরিকে (Adhir Ranjan Chowdhury) নিশানা করেছিলেন মল্লিকার্জুন খাড়গে। তার পর থেকেই ক্ষোভ দানা বাঁধছিল প্রদেশ কংগ্রেসের অন্দরে। রবিবারই প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনের বাইরে কংগ্রেস সভাপতি খাড়গের একাধিক ছবিতে কালি লাগানো হল। শুধু তাই নয়, তার উপর লেখা হয়েছে 'তৃণমূলের দালাল'।

author-image
IE Bangla Web Desk
New Update
Mallikarjun Kharge, Adhir Chowdhury, Lok Sabha Elections 2024

রবিবারই প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনের বাইরে কংগ্রেস সভাপতি খাড়গের একাধিক ছবিতে কালি লাগানো হল।

Adhir Chowdhury: ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়িয়ে প্রদেশ সভাপতি অধীর চৌধুরিকে (Adhir Ranjan Chowdhury) নিশানা করেছিলেন মল্লিকার্জুন খাড়গে। তার পর থেকেই ক্ষোভ দানা বাঁধছিল প্রদেশ কংগ্রেসের অন্দরে। রবিবারই প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনের বাইরে কংগ্রেস সভাপতি খাড়গের একাধিক ছবিতে কালি লাগানো হল। শুধু তাই নয়, তার উপর লেখা হয়েছে 'তৃণমূলের দালাল'।

Advertisment

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করায় দলের শীর্ষ নেতার কড়া ধমক খেয়েছেন অধীর চৌধুরী। এমনকী ‘না পোষালে বেরিয়ে যেতে হবে’ শীর্ষক মন্তব্যও শুনতে হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতিকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Malliakrjun Kharge) অধীরকে কড়া বার্তা দিয়েছিলেন শনিবার। অধীর চৌধুরী এর আগে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বিশ্বাস করেন না। এমনকী তৃণমূলনেত্রী প্রয়োজন পড়লে ফের বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন বলেও সন্দেহ প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তৃণমূল সুপ্রিমোর প্রতি এহেন মন্তব্যে অধীরের উপরেই চটেছেন দলের শীর্ষ নেতা।

অধীরের উদ্দেশ্যে কী বলেছেন খাড়গে?

“অধীররঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেসের হাইকম্যান্ড রয়েছে। হাইকম্যান্ডের নেওয়া সিদ্ধান্তই কার্যকর হবে। দলের হাইকম্যান্ডের সিদ্ধান্তই সবাইকে মেনে নিতে হবে। কেউ যদি সেটা মানতে না চান, তাহলে তাঁকে বেরিয়ে যেতে হবে।”

আরও পড়ুন Sukanta on Adhir: অধীরে খড়গহস্ত খাড়গে! প্রদেশ কংগ্রেস সভাপতিকে ‘রামের বাড়ি’ ডাকলেন সুকান্ত

তবে থেমে নেই অধীরও। মল্লিকার্জুন খাড়গের সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন তিনিও। অধীর বলেছেন, “আমার বিরোধিতা নৈতিক। ব্যক্তিগত কোনও বিদ্বেষ আমার নেই। বাংলায় দলকে রক্ষা করতেই নৈতিক লড়াই করে চলেছি। কংগ্রেসকে কেউ খতম করবে আর আমি তাঁকে খাতির করব না। দলের সৈনিক হিসেবে এই লড়াই থামাতেও পারব না।”

শনিবার রাতে বিধান ভবনের বাইরে যে একাধিক হোর্ডিং রয়েছে, যেখানে রাহুল গান্ধী, সনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের ছবি রয়েছে। সেখানে খাড়গের ছবির উপরে কালি লাগানো হয়েছিল। রবিবার সকালে এই ছবি দেখা যেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, অধীর চৌধুরি এই ঘটনার কড়া নিন্দা করেছে। তিনি এখন বহরমপুরে। সূত্রের খবর, তিনি নির্দেশ দিয়েছেন এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করার। সেই মতো থানায় গিয়ে অভিযোগ জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

Adhir Chowdhury Mallikarjun Kharge CONGRESS tmc loksabha election 2024 Mamata Banerjee West Bengal
Advertisment