Advertisment

Congress: কংগ্রেস যেন রক্তে! ধনুকভাঙা পণে এই বৃদ্ধের তাজ্জব কাণ্ড জানলে অবাক হতেই হয়!

Bharat Jodo Nyay Yatra-Rahul Gandhi: আদ্যোপান্ত কংগ্রেসি পরিবার এই বৃদ্ধের। আগামীর ভারত রাহুল গান্ধীর হাতেই নিরাপদ বলে মনে করেন তিনি। তাঁর ব্যতিক্রমী এই তৎপরতার কথা ছড়িয়ে পড়তেই প্রবল চর্চা শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের তাবড় নেতৃত্ব এই বৃদ্ধের ব্যাপারে খোঁজ-খবর নিতে শুরু করেছেন। দলের প্রতি তাঁর এমন নিষ্ঠা-ভক্তি উদাহরণ তৈরি করেছে। মনে-মনে এক কঠিন সংকল্প নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অকপটে জানালেও সেকথা।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Congress Rahul Gandhi Bharat Jodo Nyay Yatra Malda, কংগ্রেস, রাহুল গান্ধী, ভারত জোড়ো ন্যায় যাত্রা, মালদা

Bharat Jodo Nyay Yatra: এই সেই বৃদ্ধ।

Bharat Jodo Nyay Yatra: রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Bharat Jodo Nyay Yatra) অংশ নিতে রাজ্যে-রাজ্যে চষে ফেলার সংকল্প নিয়েছেন এই বৃদ্ধ। ইতিমধ্যেই প্রায় ২৪০০ কিলোমিটার পথ সাইকেলেই তিনি অতিক্রম করে ফেলেছেন। বুধবার কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছবে মালদায় (Malda) । রাহুলের স্বপ্নের এই জনসংযোগ যাত্রায় সামিল থাকবেন এই বৃদ্ধও।

Advertisment

সাইকেলেই মালদায় এসে পৌঁছেছেন ৭৩ বছর বয়সী প্রভাত দাস। আদতে এই ব্যক্তি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার (Kalna) বাসিন্দা। কালনার প্রত্যন্ত গ্রাম সিমলনে বাড়ি তাঁর। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। প্রভাতবাবুদের আদ্যোপান্ত কংগ্রেসি (Congress) পরিবার। কংগ্রেসের প্রতি ভালোবাসা থেকেই তাঁর এই সাইকেল-যাত্রা। পূর্ব বর্ধমান থেকে সাইকেল নিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে রাজ্যে-রাজ্যে ঘোরার পরিকল্পনা করেছিলেন তিনি।

এরাজ্য থেকে প্রথমে সাইকেল চালিয়ে তিনি গিয়েছিলেন মণিপুরে (Manipur)। তবে উত্তর-পূর্বের এই রাজ্যে ঢোকার ক্ষেত্রে বিধি-নিষেধ থাকায় সেখানে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় অংশ নিতে পারেননি তিনি। সাইকেলেই ফের তিনি বাংলায় ফেরেন। এবার মালদা দিয়ে যাবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেখানেই অংশ নেবেন তিনি।

আরও পড়ুন- Mid Day Meal: এস্কুলে ছাত্রীদের সঙ্গে পাত পেড়ে মিড-ডে মিল খায় কুকুর! কারণ জানলে অবাক হবেন!

প্রভাস দাসের কথায়, "গত ২২ ডিসেম্বর যাত্রা শুরু করেছি। ক্রমাগত সাইকেল (Cycle) চালিয়ে যাচ্ছি। ডিমাপুরে (Dimapur) গিয়ে একদিন অপেক্ষাও করেছি। ওখানে কিছু বিধি-নিষেধ থাকায় মণিপুরের ন্যায়যাত্রায় সামিল হতে পারিনি। বাইরের লোকেদের ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখনও পর্যন্ত প্রায় ২৪০০ কিলোমিটার সাইকেল চালিয়েছি। আমার ইচ্ছে রয়েছে মুম্বই (Mumbai) যাওয়ার। কিন্তু এখন যে যাত্রা চলছে তাতে তাঁদের সঙ্গে আমি পাল্লা দিয়ে উঠতে পারছি না। ওঁরা বাসে যাত্রা করছেন।" কংগ্রেসের রাজনীতিই বৃদ্ধের ধ্যান-জ্ঞান। তাঁর কথায়, "কংগ্রেস না হলে দেশ চলবে না।"

আরও পড়ুন- Justice Abhijit Gangopadhyay: বিচারপতি গাঙ্গুলির হাত থেকে শিক্ষা সংক্রান্ত সব মামলা সরল, এবার মামলা শুনবেন কে?

বৃদ্ধের দীর্ঘ এই যাত্রাপথে বেশ কিছু জায়গায় তাঁকে অভ্যর্থনা জানানো হয়েছে। এভাবে অভ্যর্থনা পেয়ে বৃদ্ধ বেশ খুশি। এপ্রসঙ্গে তিনি বলেন, "আমাদের পতাকাকে যেভাবে সম্মান দিয়েছেন মানুষজন, তাতে আমার কাছে এটা পরিষ্কার যে কংগ্রেস তাঁদের মনের মধ্যে গেঁথে গিয়েছে। পশ্চিমবঙ্গে অধীর চৌধুরী (Adhir Chowdhury) আমাদের ঠিক পথ দেখাচ্ছেন। আজ মালদায় এসেছি। কাল সুজাপুর যাব। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেব।"

Maldah West Bengal bharat jodo nyay yatra rahul gandhi Malda
Advertisment