Advertisment

Bharat Jodo Nyay Yatra: 'BJP ও RSS দেশে ঘৃণা ছড়াচ্ছে', ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বাংলায় রাহুল

Bharat Jodo Nyay Yatra: ভারত জোড়ো ন্যায় যাত্রার ১২তম দিনে বাংলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁকে ঘিরে এরাজ্যে দলের কর্মীদের মধ্যে বিপুল এই উৎসাহ দেখে অভিভূত রাহুল গান্ধী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যতই বিরোধী জোটে কংগ্রেসের সঙ্গে তাঁদের দলের অবস্থান নিয়ে সন্দিহান থাকুন না কেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের নিয়েই I.N.D.I.A জোটে NDA-কে কুপোকাত করার বার্তা রাহুলের। জনসভার পাশাপাশি পদযাত্রা করার কথা রয়েছে কংগ্রেস সাংসদের।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress Rahul Gandhi Cooch Behar Bharat Jodo Nyay Yatra, কংগ্রেস রাহুল গান্ধী কোচবিহার ভারত জোড়ো ন্যায় যাত্রা

Rahul Gandhi: ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বাংলায় রাহুল গান্ধী।

Bharat Jodo Nyay Yatra: 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র (Bharat Jodo Nyay Yatra) ১২ দিনে বাংলায় রাহুল গান্ধী (Rahul Gandhi)। অসম (Assam) থেকে এরাজ্যের কোচবিহারে (Cooch Behar) ঢোকেন কংগ্রেস সাংসদ (Congress MP)। বর্ণাঢ্য ঢঙে এদিন রাহুল গান্ধীকে বাংলায় স্বাগত জানিয়েছেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। বক্সিরহাটে এদিন সোনিয়া-তনয়কে স্বাগত জানাতে সাধারণ মানষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দলের শীর্ষনেতাকে স্বাগত জানাতে এদিন বক্সিরহাটে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তাঁকে ঘিরে এরাজ্যে দলের কর্মীদের মধ্যে বিপুল এই উৎসাহ দেখে অভিভূত রাহুল গান্ধী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যতই বিরোধী জোটে কংগ্রেসের সঙ্গে তাঁদের দলের অবস্থান নিয়ে সন্দিহান থাকুন না কেন, আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) বিরোধীদের নিয়েই I.N.D.I.A জোটে NDA-কে কুপোকাত করার বার্তা রাহুলের।

Advertisment

কী বললেন রাহুল গান্ধী?

"ভারত জোড়োর সঙ্গে ন্যায় শব্দটি যুক্ত হয়েছে। BJP ও RSS দেশে ঘৃণা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে। দেশবাসীর সঙ্গে এরা অন্যয় করছে। ঘৃণা ও হিংসার বিরুদ্ধে লড়াই করছে I.N.D.I.A।"

এদিকে, দলের শীর্ষনেতাকে বাংলায় পেয়ে উৎসাহে যেন ফুটছেন অধীর চৌধুরী। এদিন বক্সিরহাটে রাহুল গান্ধী পৌঁছনোর সময়েই তৃণমূল (TMC) বিক্ষোভ দেখিয়েছে। তবে তৃণমূলের এই বিক্ষোভ প্রদর্শনে বিন্দুমাত্র পাত্তা না দিয়েই অধীর চৌধুরী বললেন, "পুলিশের সহযোগিতা পাইনি আমরা। স্টেজ ওপারে করার কথা, জোর করে এদিকে নিয়ে এল। রাহুলজি যেখানে যাবেন সেখানেই মানুষের ভিড় বাড়বে। রাহুলজি যেখানে যাবেন সেখানে জনস্রোত বাড়বে। কেউ আটকাতে পারবে না। যত এগোবেন রাহুলজি, ঢলও ততই বাড়বে।"

আরও পড়ুন- Mamata-Dilip: ‘গাড়ির গতি ভারতে ২০০ কিলোমিটার হয় কিনা জানা নেই’, মমতার মন্তব্যে টিপ্পনি দিলীপের

উল্লেখ্য, কংগ্রেসের 'ভারত জোড়া ন্যায় যাত্রা'র আজ ১২তম দিন। আজই পড়শি অসম থেকে বাংলায় ঢুকেছেন রাহুল গান্ধী। 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র ১২তম দিনে আজ কোচবিহারের খাগড়াবাড়ি চকে রাহুল গান্ধীর জনসভা। শুধু জনসভাই নয়, মা ভবানী মোড় থেকে দীর্ঘ ১৫ কিলোমিটার পদযাত্রা করার কথা রয়েছে কংগ্রেস সাংসদের। ফালাকাটা পর্যন্ত গিয়ে আজ শেষ হবে ন্যায়যাত্রা (Nyay Yatra) । মাঝে প্রজাতন্ত্র দিবস (Republic Day) ২৬ জানুয়ারি ও তার পরের দিন ২৭ জানুয়ারি ন্যায় যাত্রা কর্মসূচি বিরতি নেবে। এরপর ফের ২৮ তারিখ রাহুল গান্ধী ফালাকাটা থেকেই ন্যায় যাত্রা শুরু করবেন।

আরও পড়ুন- Same Gender Marriage: মানতে নারাজ পরিবার, মন্দিরে বিয়ে সমকামী দুই তরুণীর

Cooch Behar West Bengal bharat jodo nyay yatra adhir choudhury tmc loksabha election 2024 rahul gandhi
Advertisment