Advertisment

Lok Sabha polls 2024: জোট ইস্যুতে আলোচনাতেই আস্থা কংগ্রেসের, লোকসভার আগে বাংলাকেই পাখির চোখ

বেশ কিছু রাজ্যে আপ-কংগ্রেস আসন সমঝোতায় পৌঁছালেও বাংলাতে 'একলা লড়াইয়ের' ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Chief Minister Mamata Banerjee

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। (পিটিআই ছবি)

সামনেই লোক সভা নির্বাচন। তার আগে মোদী সরকারের বিরুদ্ধে জোট গড়ে লড়াইয়ের ডাক দিয়েছে বিরোধীরা। এদিকে বেশ কিছু রাজ্যে আপ-কংগ্রেস আসন সমঝোতায় পৌঁছালেও বাংলাতে 'একলা লড়াইয়ের' ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। যদিও মমতার এই সিদ্ধান্ত নিয়ে এখনই জোটের সম্ভাবনার শেষের ইঙ্গিত দেখছে না কংগ্রেস। দলের আশা আলোচনার মাধ্যমে আসন বন্টন নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।

Advertisment

যদিও তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও'ব্রায়েন শুক্রবার ফের দলের অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়েছে কংগ্রেসকে। কী বলেছেন তিনি? ডেরেক ও'ব্রায়েন শুক্রবার মমতার সুরেই বলেছেন, 'আসন্ন লোকসভা নির্বাচনে দল একাই ৪২টি আসনে লড়বে'। টিএমসি নেতা বলেছেন, "বাংলার ৪২ টি লোকসভা আসনে, অসমের কয়েকটি এবং মেঘালয়ের একটি আসনে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে দলের অবস্থানে কোন পরিবর্তন হয়নি"। ভোটের আগে কংগ্রেস এবং টিএমসির মধ্যে যাবতীয় আসন বন্টন সংক্রান্ত আলোচনার মাঝেই এই খবর প্রকাশ্যে আসতেই খানিকটা ব্যাকফুটে কংগ্রেস।

এদিকে কংগ্রেস জানিয়েছে, "মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে কিন্তু আসন ভাগাভাগি এখনও চূড়ান্ত হয়নি। টিএমসির জন্য আমাদের দরজা সবসময় খোলা"।কংগ্রেস নেতা জয়রাম রমেশ সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেছেন আসন্ন লোকভা নির্বাচনে বিজেপিকে হারানোই তাঁর একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য । দুই দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়য়ের তরফে সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছি। তাঁর সিদ্ধান্তকে দল সম্মান জানায়”।

মোদী রাজ্যে জোট: < Lok Sabha Elections 2024: মোদী রাজ্যে জোটের লড়াই, দিল্লি, গুজরাট সহ ৫ রাজ্যে আসন সমঝোতা চূড়ান্ত >

উল্লেখ্য মাত্র কয়েক সপ্তাহ আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ ঘোষণা করেন, টিএমসি বাংলার ৪২ টি আসনে একাই লড়বে। তিনি বলেন, 'আমরা অসমের কয়েকটি আসনে এবং মেঘালয়ের একটি লোকসভা আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছি। দলের এই সিদ্ধান্তের কোন বদল হয়নি'। সূত্রের খবর, কংগ্রেস এবং টিএমসি-র মধ্যে আসন বণ্টন সংক্রান্ত আলোচনা কয়েক দিন বন্ধ হলেও সম্প্রতি আসন বন্টন নিয়ে আলোচনা ফের শুরু হয়েছে। টিএমসি বাংলায় কংগ্রেসকে যে আসনগুলিতে লড়ার কথা বলেছিল তার বিনিময়ে অসম এবং মেঘালয়ে বেশ কয়েকটি আসনে লড়াইয়ের বিষয়ে দল কংগ্রেসের সঙ্গে দর কষাকষি চালিয়েছে"।

tmc bjp CONGRESS rahul gandhi Mamata Banerjee loksabha election 2024
Advertisment