Advertisment

ভোটের একদিন আগেও বাংলায় রক্তস্নান জারি! এবার এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন!

পঞ্চায়েত ভোটের একদিন আগে ফের খুন।

author-image
IE Bangla Web Desk
New Update
independent candidates supporter murder nadia nakashipara

ভোট পরবর্তী সন্ত্রাস যেন থামছেই না বাংলায়।

ভোটের একদিন আগে ফের খুন। আবারও ঘটনাস্থল মুর্শিদাবাদ। এবার মুর্শিদাবাদের রানিনগরে এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবারই মুর্শিদাবাদ সফরে গিয়েছেন রজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর সফরের মাঝেই এবার খুনের অভিযোগ রানিনগরে।

Advertisment

ফের খুন। কিছুতেই রক্তের হোলি থামছে না বাংলায়। ভোটের আর মাত্র কয়েক ঘণ্টা আগেও খুনের রাজনীতি জারি বঙ্গে। এবার মুর্শিদাবাদের রানিগরে এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তুলল পরিবার। নিহত কংগ্রেস কর্মীর নাম অরবিন্দ মণ্ডল। স্থানীয় তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে এই খুনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এই নিয়ে গত ৩০ দিনে ১৮ জন খুন বাংলায়। পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যে কার্যত রক্তের হোলি খেলা চলছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক পরের দিনই এই মুর্শিদাবাদ জেলাতেই খুন হয়েছিলেন এক কংগ্রেস কর্মী। খড়গ্রামে শাসকদলের বিরুদ্ধে উঠেছিল খুনের অভিযোগ। এবার ভোটের ২০ ঘণ্টা আগে সেই মুর্শিদাবাদেই আরও এক কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন- বিরাট ফাটল বাম ঐক্যে! তৃণমূল কোন ছাড়! ফবঃ প্রার্থীকে হারাতে ময়দানে সিপিএম

এদিকে, শুক্রবারই মুর্শিদাবাদ সফরে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই জেলার বিভিন্ন প্রান্তে খুন, সংঘর্ষ, বোমাবাজির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ গিয়েছেন রাজ্যপাল। এদিন হাজাদুয়ারি এক্সপ্রেসে বহরমপুরে নেমেছেন রাজ্যপাল।

আরও পড়ুন- তিনবারের প্রধান ও পাঁচবারের সদস্য, নেই বাড়ি-গাড়ি, ভোটে এবারও সাফল্যে প্রত্যয়ী তিনি

স্টেশনে নেমে প্রথমে কিছুটা বিশ্রাম নেন তিনি। জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেওয়া শুরু করেন। এদিন সকালে প্রথমে খড়গ্রামের উদ্দেশে রওনা দেয় রাজ্যপালের কনভয়। আজ বেলডাঙা, ডোমকলেও যেতে পারেন রাজ্যপাল। নির্বাচনকে কেন্দ্র করে এই এলাকাগুলিতে বেনজির হিংসার ঘটনা ঘটেছে।

panchayat election 2023 bengal panchayat election 2023 Murshidabad West Bengal panchayat election
Advertisment