দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ চলছে জোর কদমে। আগামী লোকসভা ভোটের আগে জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হয়ে যেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের গোড়ার দিকে খুলে দেওয়া হতে পারে দিঘার নতুন জগন্নাথ মন্দির।
কিছুদিন আগে বিধানসভায় এমনই ইঙ্গিত দিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই মন্দির দ্রুত শেষ করতে ৪৩ কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। পুরীর মন্দিরের আদলে দিঘায় এই জগন্নাথ মন্দির তৈরির পরিকল্পনা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- আজ মুষলধারে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল!
প্রাথমিকভাবে জগন্নাথ মন্দির তৈরির জন্য ১০০ কোটি টাকা ধার্য্য করা হয়েছিল। এবিষয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেন, দ্রুততার সঙ্গে মন্দিরের কাজ চলছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বছর রথ যাত্রায় এই মন্দিরের সূচনা হবে।'
দিঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। দিঘার এই জগন্নাথ মন্দির রাজ্যের পর্যটনের মুকুটে আরও এক নয়া পালক এনে দেবে। দিঘায় সমুদ্র স্নানের পাশাপাশি এবার থেকে পর্যটকদের বাড়তি পাওনা হতে চলেছে প্রভু জগন্নাথ দেবের দর্শন। প্রশাসনের কর্তাদের আশা, দিঘায় এই মন্দির চালু হয়ে গেলে এখানে ভিড় আরও বাড়বে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে এসে ভিড় জমাবেন।