Lok Sabha Polls 2024-Central Force: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রথম পর্বের শুরু হতে আর বেশিদিন বাকি নেই। রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার জমজমাট। এবার দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভায় কর্মীদের চাঙ্গা করতে 'ভয়ঙ্কর' নিদান তৃণমূল বিধায়কের। ডাকাবুকো এই বিধায়কের এমন নিদান ঘিরে তুলকালাম চর্চা ছড়িয়েছে। "আমাদের মা লক্ষ্মীর বাহিনী আছে, সবাই মিলে বাহিনীর (কেন্দ্রীয় বাহিনী) সামনে দাঁড়িয়ে যাবে। বাহিনী ফিরে যাবে, তারপরেই যা হওয়ার তা হয়ে যাবে।" বারুপুর পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাস সরদারের (Bivas Sardar) এমন মন্তব্যে তুমুল চর্চা ছড়িয়েছে।
কী বলেছেন তৃণমূলের এই বিধায়ক?
"ভোটের ১৫ দিন আগে ভোট হয়ে যাবে। কোনও বাহিনী নয়। বাহিনী হলে আমাদের এখানে মা লক্ষ্মীর বাহিনীও আছে। সবাই মিলে বাহিনীর সামনে দাঁড়িয়ে যাবে। বাহিনী ফিরে যাবে, তারপরেই যা হওয়ার তা হয়ে যাবে। কোনও চিন্তা-ভয় নেই। লড়াই হবে সামনাসামনি। কোথায় বিরোধী-সেন্ট্রাল বাহিনী আছে দেখা হবে। কোনও জায়গায় ছাড়া হবে না।"
আরও পড়ুন- West Bengal Weather Update: এখবরে আঁতকে উঠবেন! আগুন ঝরাবে সূর্য! এসপ্তাহেই কলকাতার তাপমাত্রা কোথায় পৌঁছোতে পারে জানেন?
একদিকে, যেমন কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন, তেমনই দলের নেতাদেরও কঠিন পরীক্ষার মুখে ফেলেছেন এই বিধায়ক। দলের বুথস্তরের নেতাদের উদ্দেশ্যে কর্মিসভায় বিধায়ক বিভাস সরদার বলেন, "কোনও বুথে খারাপ রেজাল্ট হলে সাংগঠনিক নেতৃত্বকে সমস্যায় পড়তে হবে।"
আরও পড়ুন- Lok Sabha Polls 2024: এখনও দগদগে বীভৎস স্মৃতি! ব্ল্যাকবোর্ডে গুলির গর্ত মনে করাচ্ছে অসহনীয় ‘যন্ত্রণা’র কালো দিন
উল্লেখ্য, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Sayani Ghosh)। তাঁরই সমর্থনে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের একটি এলাকায় দলের নির্বাচনী সভা করছিল তৃণমূল। ব্লক-বুথস্তরের নেতা-কর্মীদের নিয়ে ওই সভা হচ্ছিল। বিধায়ক যখন সদর্পে কেন্দ্রীয় বাহিনীকে রুখে দিতে 'মা লক্ষ্মীর বাহিনী' 'রেডি' রাখার কথা বলছেন, মঞ্চে তখন বসেছিলেন সায়নী ঘোষও। এদিকে, তৃণমূল বিধায়কের এহেন নিদানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে BJP। যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এব্যাপারে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনকে।