Advertisment

'মারাত্মক কথা' TMC বিধায়কের মুখে! বিস্ফোরক ভিডিও পোস্টে তোলপাড় ফেললেন শুভেন্দু

Lok Sabha Election 2024: এর আগেও রাজ্যের শাসকদলের এই দাপুটে বিধায়কের বেশ কিছু মন্তব্যে জোরদার বিতর্ক তৈরি হয়েছিল। এবার ফের একবার বিতর্কের শিরোনামে সেই বিধায়কই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে তৃণমূল বিধায়কের সেই মন্তব্যের ভিডিওটি পোস্ট করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari skips bjp core committee meeting

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।

Lok Sabha Election 2024: ভোটের আবহে এবার জোরদার বিতর্কে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস (Khokon Das)। সম্প্রতি তাঁর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিষয়টিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

Advertisment

"আমি সবাইকে ধরে ধরে নিয়ে গিয়ে জোড়াফুলে ভোট দেব, এখানে যাতে অন্য কেউ ভোট না পায়।" শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও-টিতে এমনই বলতে শোনা গিয়েছে বর্ধমান- দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসকে। যদিও ভিডিও-টির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

শুভেন্দু অধিকারী এই ভিডিও-টি পোস্ট করে কড়া সমালেচানা করেছেন শাসকদলের। এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, "বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বলেছেন যে তিনি সমস্ত ভোটারদের একত্রিত করবেন এবং তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাবেন যাতে সমস্ত ভোট তৃণমূলের পক্ষে দেওয়া হয়। এই ব্যক্তিটি আগেও একটি জনসভায় তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন।"

আরও পড়ুন- Abhishek Banerjee: অভিষেকের বাড়ি-অফিসের ‘রেইকি’, মুম্বই হামলার ষড়যন্ত্রীর নিশানায় তৃণমূলের ‘যুবরাজ’?

এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি আরও লিখেছেন, "তিনি বলেছিলেন যে বাংলাদেশিরা রাজ্যের শাসকদলকে সমর্থন করেন, ভোটার তালিকায় তাঁদেরই স্থান পাওয়া উচিত। নির্বাচনের দিনেও তাঁর গতিবিধির উপর খেয়াল রাখতে হবে।" এদিকে, শুভেন্দু অধিকারীর এই ভিডিও পোস্ট ঘিরে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের তরফে।

tmc bjp Suvendu Adhikari TMC MLA loksabha election 2024
Advertisment