Advertisment

Anupam Hazra: TMC-র সঙ্গে কোটি টাকার 'ডিল'? কার? মারাত্মক বাণে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়ালেন অনুপম

Anupam Hazra: বর্তমান রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্ব বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সঙ্গে অনুপম হাজরার সম্পর্ক একেবারেই মধুর নয়। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রতি বিষোদগার করে এর আগেও বারবার সরব হতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে। তেমনই অনুপমের প্রতিও একরাশ ক্ষোভ উগরে প্রকাশ্যে সরব হতে দেখা গিয়েছে বালুরঘাটের বিদায়ী বিজেপি সাংসদ তথা ওই কেন্দ্রেই এবারের প্রার্থী সুকান্ত মজুমদারকেও।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Controversy surrounding Anupam Hazras Facebook post ahead of Lok Sabha polls

Anupam Hazra: অনুপম হাজরা।

Anupam Hazra: আবারও বিস্ফোরক খাতায়-কলমে এখনও BJP নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। সবেমাত্র গতকালই আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) এরাজ্যেও প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। বোলপুর (Bolpur) লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শ্রীমতি প্রিয়া সাহাকে (Priya Saha)। এছাড়াও আরও ১৯টি কেন্দ্রে দলের প্রার্থীদের নাম ঘোষমা করেছে গেরুয়া শিবির। তবে শিকে ছেঁড়েনি অনুপমের ভাগ্যে। তারপরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) আজ রবিবার বিস্ফোরক পোস্টে তোলপাড় ফেলেছেন বিজেপির প্রাক্তন এই কেন্দ্রীয় নেতা।

Advertisment

ফেসবুক পোস্টে কী লিখেছেন অনুপম? যা নিয়ে এত হইচই!

"জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে TMC'র সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না!!! আপনি তখন ব্যস্ত, জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে!!! জয় জগন্নাথ!!!"

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, অনুপম হাজরার ফেসবুকে (Facebook) এই পোস্ট দলের কর্মীদের প্রতিই। সম্ভবত আসন্ন লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হওয়ার আশা কম বুঝতে পেরেই এভাবে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। যদিও তাঁর এই পোস্ট প্রসঙ্গে তিনি নিজে এখনও পর্যন্ত সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেননি।

আরও পড়ুন- Soumendu Adhikari: ‘কঠিন কাণ্ড হবে, যা ওরা ভাবতেই পারবে না’, ছেলে সৌমেন্দু প্রার্থী হতেই হুঙ্কার শিশিরের!

publive-image
অনুপম হাজরার ফেসবুক পোস্ট।

উল্লেখ্য, বর্তমান রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্ব বিশেষ করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুকান্ত মজুমদারদের (Sukanta Majudar) সঙ্গে অনুপম হাজরার সম্পর্ক একেবারেই মধুর নয়। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রতি বিষোদগার করে এর আগেও বারবার সরব হতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে। তেমনই অনুপমের প্রতিও একরাশ ক্ষোভ উগরে প্রকাশ্যে সরব হতে দেখা গিয়েছে সুকান্ত মজুমদারকেও।

আরও পড়ুন- Election Commission of India: জেলায়-জেলায় আধাসেনার রুটমার্চ, এই আবহেই আজ রাজ্যে জাতীয় নির্বাচনের কমিশনের ফুলবেঞ্চ

বিজেপির কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের রাজ্য নেতৃত্বের একাংশের চরম উষ্মার কারণেই সেই পদও তাঁকে হারাতে হয়েছে। এবার আসন্ন লোকসবা নির্বাচনে প্রার্থী হওয়া প্রায় অসম্ভব ভেবেই হয়তো তিনি এভাবে সরব হয়েছেন। যদিও অনুপম নিজে অবশ্য এখনও পর্যন্ত এপ্রসঙ্গে প্রকাশ্যে মুখ খোলেননি।

tmc bjp Anupam Hazra loksabha election 2024
Advertisment