/indian-express-bangla/media/media_files/2025/08/29/1000211744-2025-08-29-20-09-29.jpg)
R S S প্রধান মোহন ভাগবতের সঙ্গে এক ফ্রেমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
সামাজিক মাধ্যমে এবার ভাইরাল হলো আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথের ছবি।রাষ্ট্রীয় স্বয়ং সেবকের সভায় উপস্থিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ।সামাজিক মাধ্যমে মোহন ভাগবতের সঙ্গে তাঁর ছবি পোস্ট হয়েছে। এই ছবি পোস্ট করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার দেবমাল্য ঘোষ। ২০২৪ সালে কলকাতায় মোহন ভাগবতের সঙ্গে দেখা যায় বর্তমান উপাচার্যকে, দাবি করেন দেবমাল্য ঘোষের।
দেবমাল্যবাবুর দাবি,"ছবির মাধ্যমে বুঝতে পেরেছি উনি আরএসএসের লোক। ইচ্ছাকৃতভাবে গণেশ পুজো করে আরএসএসের অ্যাজেণ্ডাকে রূপ দিতে চাইছেন।"
তিনি আরও বলেন, "আমরা ইতিহাস ঘেঁটে দেখেছি উনি আরএসএসের লোক। বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধর্মনিরপেক্ষতার পরিবেশ ভেঙে ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য স্মৃতি কুমার সরকারের ছবি আছে ওই একই ফ্রেমে।"
এই বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথকে তার মোবাইলে ফোন করলেও তিনি ফোন ধরেননি।