Advertisment

স্ক্রুটিপর্বেও বেলাগাম হিংসা, কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই বোমাবাজি, গাড়ি নিশানা করে তির হামলা

মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে যুযুধান তৃণমূল ও বিজেপি কর্মীরা।

author-image
Rajit Das
New Update
cooch Behar Union Minister Nishith Pramanik bombing panchayat election clash , স্ক্রুটিপর্বেও বেলাগাম হিংসা, কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই বোমাবাজি, গাড়ি নিশানা করে তির হামলা

মাঝপথে আটকে দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

ভোটের বাংলায় বেলাগাম হিংসার ছবি। স্ক্রুটিনি পর্ব ঘিরেও কোচবিবারের দিনহাটায় ধুন্ধুমার। কোচবিহারের সাহেবগঞ্জে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিকের সামনেই বোমাবাজির ঘটনায় চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিডিও অফিসে স্ক্রুটিপর্বের সময় বিজেপি কর্মীদের বার করে দেওয়া হয়েছিল। তৃণমূল এই কাজ করেছে বলে দাবি গেরুয়া বাহিনীর। এরপরই সেখানে নিশীথ প্রামাণিক গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি আটকে দেয় উত্তেজিত জনতা। ফলে বিডিও অফিসের দিকে যেতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী। পুলিশও নীরব দর্শক ছিল বলে অভিযোগ বিজেপির।

Advertisment

মন্ত্রী নিশীথ প্রামাণিত যখন এলাকায় দাঁড়িয়ে তখনই বেশ কয়েকটি বোমা ফাটে। তির নিয়েও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়িকে নিশানা করা হয় বলে অভিযোগ নিশীথ প্রামাণিকের। মারধর করা হয় বিজেপি কর্মীদের।

আরও পড়ুন- ‘চাই না কেন্দ্রীয় বাহিনী’, কমিশনকে বগলদাবা করে সুপ্রিম কোর্টে রাজ্য

মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে যুযুধান তৃণমূল ও বিজেপি কর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ সুপার গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দু'পক্ষকেই ছত্রভঙ্গ করা হয়।

এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেই দায়ী করেছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, 'বিজেপির সঙ্গে মানুষের সমর্থন নেই। তাই ঝামেলা করতেই নিশীথ প্রামাণিক বিডিও অফিসে গিয়েছেন। ওনার ওখানে যাওয়ার কোনও অধিকার নেই। তাই এদিন এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হল।'

Cooch Behar bengal panchayat election 2023 panchayat election 2023 Nishith Pramanik bjp tmc
Advertisment