রান্নার গ্যাসের দাম ফের বাড়ল ২৫ টাকা! তিনমাসে দাম বাড়ল ২২৫ টাকা

Cooking Gas Price increase : একমাসে চার বার রান্নার গ্যাসের দাম বাড়ল। গত তিনমাসে এলপিজি-র দাম বেড়েছে ২২৫ টাকা।

Cooking Gas Price increase : একমাসে চার বার রান্নার গ্যাসের দাম বাড়ল। গত তিনমাসে এলপিজি-র দাম বেড়েছে ২২৫ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
non subsidised domestic lpg cylinder and price increased

অগ্নিমূল্য রান্নার গ্যাস

ভোটের মুখে ফের চিন্তা বাড়ল আমআদমির। এক ধাক্কায় ফের ২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। চার দিনের ব্যবধানে ফের গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা। রবিবার মধ্যরাত থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারর এই নয়া দাম কার্যকর হয়েছে। অর্থাৎ আজ ১ মার্চ থেকেই আরও চড়া দামে কিনতে হবে রান্নার গ্যাস।

Advertisment

আজ থেকে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ৮৪৫ টাকা ৫০ পয়সা। এর আগে ২৫ ফেব্রুয়ারি ২৫ টাকা বেড়ে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম আটশোর গণ্ডি পেরিয়ে দাঁড়ায় ৮২০ টাকা ৫০ পয়সা। রান্নার গ্যাসের পাশপাশি বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। ৯৭ টাকা ৫০ পয়সা বেড়ে আজ থেকে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম হল ১৬৮১ টাকা ৫০ পয়সা।

আরও পড়ুন, কোভিশিল্ড নিয়েও করোনা আক্রান্ত MBBS পড়ুয়া, প্রশ্ন উঠল টিকা কার্যকারিতার

ভারতে সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। তার ওপর এইভাবে রান্নার গ্যাসের দাম বেড়ে চলায় মধ্যবিত্তের মাথায় হাত। স্বাভাবিক ভাবে সমস্যায় পড়তে হচ্ছে দেশের সাধারণ মানুষকে৷ এখনও পর্যন্ত দফায়-দফায় মোট ২২৫ টাকা দাম বেড়েছে গ্যাসের সিলিন্ডারের।

Advertisment

এই নিয়ে একমাসে চার বার রান্নার গ্যাসের দাম বাড়ল। গত তিনমাসে এলপিজি-র দাম বেড়েছে ২২৫ টাকা। বাড়িতে ব্যবহারের সিলিন্ডারের দাম বাড়লেও কিন্তু ভর্তুকির দাম কিছু বাড়েনি। এখনও পর্যন্ত ভর্তুকি কী হতে পারে সে বিষয়ে কিছু জানানও হয়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata news