শহর কলকাতার কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলাগুলিতেও দুর্গাপুজোয় এখন থিমের ছড়াছড়ি। ফি বার থিমের মোড়কে নিত্য নতুন বহু ঘটনাই তুলে ধরা হয়। ভাবনায় কখনও ফুটে ওঠে অলৌকিক সব চিত্রপট। কখনও সাম্প্রতিক সময়ের নানা ঘটনার দৃশ্যপটও ঠাঁই পায় থিম পুজোয়। বিশেষ করে জেলার বড়-বড় বাজেটের পুজোগুলিতে গত কয়েক বছর ধরে থিম পুজোর ধুম পড়ে গিয়েছে। নিত্যনতুন থিমের চমকে একে অপরকে ছাপিয়ে দেওয়ার দারুণ চেষ্টার ইঁদুরদৌড় প্রায় সর্বত্র। এবার করমণ্ডল এক্সপ্রেসের রোমহর্ষক দুর্ঘটনার দৃশ্যপট তুলে ধরা হয়েছে জেলার এক পুজোয়।
Advertisment
এবছরের জুন মাসে ওড়িশার বালাসোরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। বাহানাগা বাজার রেলওয়ে স্টেশনে মারাত্মক সেই দুর্ঘটনার বলি হয়েছেন ২৯৬ জন। ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে বহু যাত্রী ভর্তি হয়েছিলেন বালাসোর হাসপাতালে।
কোন পুজোয় এবার থিম করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা?
Advertisment
এবার পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি পুজোমণ্ডপের থিমে তুলে ধরা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার চিত্রায়ন। তমলুকের সনাপেত্যার প্রতিমা শিল্পী ধীমান মাইতির স্টুডিও-য় তৈরি হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় চিত্রায়ন করা থিমের দেবী প্রতিমা।
মা দুর্গা থেকে শুরু করে লক্ষ্মী-সরস্বতী-কার্তিক-গণেশকে কোন কোন ভূমিকায় দেখা যাবে এ পুজোয়?
এখানে দেবী দুর্গার রূপে তুলে ধরা হয়েছে ভারতমাতাকে। মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের জন্য এক শোকাতুর মায়ের প্রতিচ্ছবি দেখা যাবে মা দুর্গার মূর্তিতে। প্রতিমার দৃশ্যায়নে মা লক্ষ্মী ও দেবী সরস্বতীকে দেখা যাচ্ছে দুর্ঘটনায় আহত পরিবারের পাশে দাঁড়াতে। এখানে গণেশ ঠাকুরের কাজটিও বেশ চর্চাবহুল। দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলিকে আর্থিক সাহায্য তুলে দেখার দৃশ্যায়ন গণেশ মূর্তিতে। কার্তিক ঠাকুরকে দেখা যাবে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ব্যস্ত এক ডাক্তারের ভূমিকায়।
যদিও থিম পুজোগুলিতে থিমের দেবদেবীদের পাশাপাশি মা দুর্গা ও তাঁর গোটা পরপিবারের চিরাচরিত রূপের প্রতিকৃতিও রাখা হয়। সেই প্রতিকিৃতিতেই পুজো হয়। এখানেও তাই হবে।