করোনা ফের একবার আতঙ্ক বাড়াচ্ছে বঙ্গে। একদিনেই রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ১৩৯ জন। শুক্রবারের পর শনিবারেও রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০০-র বেশি হওয়ায় ঘুম উড়েছে স্বাস্থ্যকর্তাদের। সংক্রমণ গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বেগ বাড়ছে।
দেশের বেশ কয়েকটি রাজ্যের সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী। গত কয়েকদিনের দেশের সার্বিক করোনা পরিসংখ্যানও যথেষ্ট উদ্বেগে রেখেছে স্বাস্থ্যমন্ত্রকের কর্তাদের। মহারাষ্ট্র, কেরল, দিল্লির পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরাজ্যেও পরপর দু'দিন সংক্রমিতের সংখ্যা ১০০ ছাড়াল। শনিবার নতুন করে রাজ্যে করোনায় কাবু ১৩৯ জন।
রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য বলছে, এই মুহূর্তে বাংলায় করোনা পজিটিভিটি রেট ১.০৫ শতাংশ। রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৬৬২। এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লক্ষ ৯৮ হাজার ৩০৬ জন। শহর কলকাতা ও লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলার সংক্রমণ পরিস্থিতিই এই মুহূর্তে উদ্বেগ বাড়াচ্ছে। এই দুই জেলাতেই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুন- ভারতে কোথায় আছে সূর্য মন্দির, কী মেলে সূর্য উপাসনায়?
উল্লেখ্য, দেশজুড়ে গত কয়েকদিন ধরেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দেশের দৈনিক সংক্রমণ ৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। সংক্রমণ বৃদ্ধির এই প্রবণতাকে যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন চিকিৎসকেরা। গত কয়েকদিন ধরেই দেশের বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ বাড়ছে। মহারাষ্ট্র, কেরলের পরিস্থিতি সবচয়ে বেশি উদ্বেগজনক।
তবে বাংলার সংক্রমণ পরিস্থিতি এখনই বিশেষ উদ্বেগের নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও সংক্রমণ বৃদ্ধির এই প্রবণতাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে এখনই প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতেও পরামর্শ বিশেষজ্ঞদের।