Bengal Corona: করোনা আবার দাপট দেখাতে শুরু করেছে দেশজুড়ে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬জন। উত্তরপ্রদেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১০জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১১ জনের মৃত্যু হয়েছে।
দেশে আবারও করোনাভাইরাসের বাড়বাড়ন্ত। মহারাষ্ট্রে উত্তরপ্রদেশ, বাংলা সহ অন্যান্য রাজ্যেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ১০০৯ (২৬ মে পর্যন্ত)। কলকাতা মেডিকেল কলেজে করোনা আক্রান্ত হয়েছে ভর্তি রয়েছে ৯ মাসের এক সদ্যজাত কন্যা সন্তান। পাশাপাশি ৫৫ বছর এক মহিলাও করোনা আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল।
রাজস্থানে আবারও কোভিড আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী। গত কয়েকদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭জন। এর মধ্যে, যোধপুরেও সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে, যেখানে এক সদ্যজাত সহ বেশ কয়েকজন রোগীর কোভিড পজিটিভ পাওয়া গেছে বলে খবর। গাজিয়াবাদেও করোনার রোগী ক্রমাগত বাড়ছে। ইতিমধ্যে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৪-তে পৌঁছেছে। হোম আইসোলেশনে ১৩ জন রোগী এবং হাসপাতালে একজন রোগী ভর্তি রয়েছেন। গাজিয়াবাদে ৪ মাস বয়সী একটি শিশুর দেহেও মিলেছে কোভিড ভাইরাস। রাজ্য সরকার সকল হাসপাতালগুলিকে ইতিমধ্যে সতর্ক করেছে।